মেলবোর্নে ৫ উইকেট, অস্ট্রেলিয়ায় অভিষেকেই এলিট ক্লাবে Mohammed Siraj
সাত বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিলেন সিরাজ (Mohammed Siraj)। সেই সঙ্গে চতুর্থ বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় সফরকারী দলের কোনও ক্রিকেটার অভিষেক টেস্টে পাঁচটি উইকেট নিলেন।
নিজস্ব প্রতিবেদন : অস্ট্রেলিয়ায় গিয়ে বাবাকে হারান মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু দেশে ফিরে না এসে বাবার স্বপ্নকে বাস্তবায়িত করতে ডনের দেশেই থেকে যান তিনি। মেলবোর্নে ঐতিহাসিক বক্সিং ডে (Boxing Day Test) টেস্টে অভিষেক হয় মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। টেস্ট অভিষেকে দুই ইনিংস মিলিয়ে পাঁচ উইকেট নিলেন তিনি। সাত বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিলেন সিরাজ (Mohammed Siraj)। সেই সঙ্গে চতুর্থ বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় সফরকারী দলের কোনও ক্রিকেটার অভিষেক টেস্টে পাঁচটি উইকেট নিলেন।
মেলবোর্নে প্রথম ইনিংসে সিরাজের শিকার লাবুশানে এবং ক্যামেরন গ্রিন। ৪০ রান দিয়ে নেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে সিরাজের শিকার ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন এবং নাথান লিওঁ। ৩৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৭৭ রান দিয়ে পাঁচটি উইকেট নেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।
আরও পড়ুন- বিরাট-রোহিত-ইশান্ত-শামিকে ছাড়া টেস্ট জয়, অসাধারণ: Sachin Tendulkar
৫০ বছরে চতুর্থ বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী দলের কোনও ক্রিকেটার টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন। লাসিথ মালিঙ্গাদের এলিট লিস্টে নিজের নাম তুললেন সিরাজ।
১৯৮৬-৮৭ মরসুমে ইংল্যান্ডের ফিল ডেফ্রেইটাস (Phil DeFreitas) ৯৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন
১৯৯৮-৯৯ মরসুমে ইংল্যান্ডের অ্যালেক্স টুডর (Alex Tudor) ১০৮ রান দিয়ে ৫টি উইকেট নেন
২০০৪ সালে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা (Lasith Malinga) ৯২ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন
২০২০ সালে ভারতের মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৫ উইকেট নিলেন ৭৭ রান দিয়ে
সাত বছর পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২০১৩ সালে সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ইডেন গার্ডেন্সে ৯ উইকেট নিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০১১ সালে রবিচন্দ্রন অশ্বিন দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ৯টি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন- টেস্ট অভিষেক হওয়া শুভমান-সিরাজদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক Ajinkya Rahane