নিজস্ব প্রতিবেদন: মেসিদের হতাশার দিনেই হতশ্রী পারফরম্যান্সে ডুবল অস্ট্রেলিয়া। তিনশোর উপর রান করেও হারল ব্যাগি গ্রিনরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ক্রিকেটে আসছে স্মার্ট ব্যাট, সৌজন্যে অনিল কুম্বলে


টানা তিন ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে টিম পেইনদের। বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ হেরে হোয়াইটওয়াশের মুখে একসময়ের দাপুটে ক্রিকেট দল।


আরও পড়ুন- "সব দোষ আমার, ক্ষমা করে দিন"


এদিন  ডুরহামের রিভারসাইড ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ব্যাট করে ইংল্যান্ডের সামনে ৩১০ রানের বড় স্কোর খাড়া করে সফরকারি দেশ। শতরান করেন অ্যারন ফিঞ্চ, শন মার্শ।


আরও পড়ুন- পুরো ফিট হতে কমপক্ষে পাঁচ ম্যাচ লাগবে নেইমারের !


তিনশতাধিক রান তাড়া করতে নেমে পাল্টা আক্রমণে যায় ব্রিটিশরাও। শুরু থেকেই চার-ছক্কার বৃষ্টি আনেন জেসন রয় (১০১) এবং জনি বেয়ারস্টো (৭৯)। ফিনিশিং লাইনে জস বাটলারের ২৯ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ৫ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জেসন রয়।