নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহ্যবাহী অ্যাশেজে মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়ার নেট প্র্যাকটিস সারার কথা ছিল আফগানিস্তানের বিরুদ্ধে। আগামী ২৭ নভেম্বর একটি মাত্র টেস্টে রশিদ খানদের মুখোমুখি হওয়ার কথা টিম পেইনদের বিরুদ্ধে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া শুক্রবার সেই টেস্ট স্থগিত করল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের ক্রিকেট-ফুটবল বলেই নয়, কোনও খেলারই অধিকার নেই। ক্রিকেট অস্ট্রেলিয়ার যা নিয়ে ঘোর আপত্তি আছে। কারণ ব্র্যাডম্যানের দেশে মহিলা ক্রিকেটের মানোন্নয়নের জন্য নিরন্তন চেষ্টা করে যাচ্ছে, সেখানে যে দেশ মহিলাদের মাঠেই নামতে দেয় না, তেমন দেশের সঙ্গে খেলার কথা ভাবতেও পারছে না অস্ট্রেলিয়া। তালিবানি শাসন শুরু হওয়ার পর থেকেই  এই টেস্ট নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা ছিল। অবশেষে তা বাতিলই হয়ে গেল।



আরও পড়ুন: INDvsNZ: কতজন স্পিনার নিয়ে ভারত সফরে আসছে Kane Williamson-এর দল?


ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, "আমরা আফগানিস্তান ও গোটা বিশ্বের নারী ও পুরুষ ক্রিকেটের উন্নতির সমর্থনে। কিন্তু এই মুহূর্তে আফগানিস্তানের যা অবস্থা। একটা অনিশ্চয়তার মধ্যে চলছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে টেস্ট স্থগিত থাকল।" আফগানিস্তানের টি-২০ অধিনায়ক মহম্মদ নবি এই প্রসঙ্গে বলেন, "এটা অত্যন্ত হতাশাজনক যে, টেস্ট স্থগিত হয়ে গেল। তবে এটা ভেবে আমি খুশি যে, স্থগিতই হয়েছে তা, বাতিল হয়নি।" অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান টেস্ট খেললে, সেটি দুই দেশের মধ্যে প্রথম টেস্ট হতো। এখন দেখার আদৌ এই দুই দেশ টেস্টে মুখোমুখি হয় কি না!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)