নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে 'রেট্রো' জার্সিতে মাঠে নামবেন কোহলিরা! এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন ভারতের বিরুদ্ধে নতুন জার্সি পরে মাঠে নামবেন ফিঞ্চ-ওয়ার্নাররা। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নতুন জার্সি পরে মাঠে নামতে দেখা যাবে অজিদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন জার্সি ইতিমধ্যেই কিন্তু মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেটমহলকে। একদিকে যেমন রঙিন, অন্যদিকে আবার অস্ট্রেলিয়ার খেলাধুলার ঐতিহ্যকে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে নতুন এই জার্সিতে। সেই রঙিন জার্সি পড়ে মিচেল স্টার্কের ছবি পোস্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সে ছবি ভাইরাল হয়ে গিয়েছে।



অতীত,বর্তমান আর ভবিষ্যতের এক অনবদ্য মিশেল। ১৮৬৮ সালে অস্ট্রেলিয়ার প্রথম সফরকারী দলের নানান গল্প তুলে ধরা হয়েছে এই নতুন জার্সিতে। ডিজাইন করেছেন ফিওনা ক্লার্ক। তার সঙ্গে কাজ করেছেন বাটচুলা এবং কোর্টনি হেগেন। নতুন জার্সি পরে উচ্ছ্বসিত স্টার্ক বলেছেন, " দলের সদস্য হিসাবে এইরকম একটা ঐতিহ্যশালী জার্সি পরার সুযোগ পেয়ে আমি গর্বিত।"


 


আরও পড়ুন - ISL 2020-21: উধাও তিন তারা! এটিকে মোহনবাগানের জার্সির রঙে সেই পুরনো ঐতিহ্য