নিজস্ব প্রতিবেদন: ব্রিসবেনে টেস্টের প্রথম দিনে গাব্বার গ্যালারি থেকে 'কীট-পতঙ্গ' বলে আক্রমণ করা হয় মহম্মদ সিরাজকে। বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করা হয় ওয়াশিংটন সুন্দরকেও। সেই গাব্বাতেই উলট পুরাণ। গাব্বার গ্যালারিতে অজি সমর্থকের মুখে 'বন্দে মাতরম' ধ্বনি। একই সঙ্গে গলা ফাটালেন 'ভারত মাতা কি জয়' বলেও।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্লেজিং। এ অনেক পুরনো রোগ। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মতোই অজি দর্শকদেরও। অজিদের অহংকারে আঘাত লাগলেই তাঁরা কুরুচিকর আক্রমণ শুরু করে দেয়। সেই ছবির বদল দেখল ২০২১ সালেন ব্রিসবেন। টেস্টের প্রথম দিনে ছিল বর্ণবিদ্বেষমূলক মন্তব্য! আর দুদিন পর সেটাই গেল বদলে।


আরও পড়ুন- IPL 2021: Smith-কে ছাড়ল রাজস্থান, Malinga-কে বাদ দিল মুম্বই


সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, গাব্বার গ্যালারিতে ভারত আর্মির সঙ্গে তালে তাল মিলিয়ে 'ভারত মাতা কি জয়' বলে গলা ফাটাচ্ছেন অস্ট্রেলিয়ার জার্সি পরা এক সমর্থক। সঙ্গে তাঁর মুখে 'বন্দে মাতরম' ধ্বনি।


আরও পড়ুন-ISL 2020-21: চেন্নাইয়নের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ATK Mohun Bagan