নিজস্ব প্রতিবেদন: অ্যাসেজ হারের বদলা! ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরলো ইয়ন মর্গ্যানের ব্রিটিশ দল। চির প্রতিদ্বন্দী অস্ট্রেলিয়াকে নাকানিচোবানি খাইয়ে এদিন ইংল্যান্ড দলপতি জানালেন, “ক্রিকেট কেরিয়ারের শ্রেষ্ঠ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।” আর গর্বিত ব্রিটিশ অধিনায়কের একেবারে উল্টো সুর ব্যাগি গ্রিন দলপতির গলায়। টিম পেইনের কাছে এই সময়টা এখন কঠিনতম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সিরিজের তিন নম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা করে মাঠে নেমেছিল এগারো অজি, সেই ট্রেন্ট ব্রিজেই সম্ভ্রম খোয়া গেল জাস্টিন ল্যাঙ্গারদের। অন্যদিকে, ৪৮১ রানের মাইলস্টোন গড়ে ইতিহাস গড়লেন জনি বেয়ারস্টো (১৩৯), অ্যালেক্স হ্যালস (১৪৭) এবং মর্গ্যানরা (৬৭)।পুরুষদের ক্রিকেটে আজ পর্যন্ত এটাই সর্বাধিক রান এবং একই সঙ্গে এই ম্যাচে ক্যাঙ্গারু ব্রিগেডকে ২৪২ রানে হারিয়ে বিরলতম নজির গড়েলেন ব্রিটিশরা।