নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল (IPL 2021) শুরুর সপ্তাহখানেক আগেই বড় ধাক্কা খেয়েছিল দিল্লি ক্যাপিটালস ( Delhi Capitals)। করোনা আক্রান্ত হয়েছিলেন দলের স্টার অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে করোনা মুক্ত গুজরাটের বছর সাতাশের ক্রিকেটার৷ দলে যোগ দিয়ে আপ্লুত দিল্লির তারকা৷ বলছেন এতদিন পর মানুষের সান্নিধ্যে এসে খুশি হয়েছেন তিনি৷ অক্ষরের খুশি চোখে-মুখে ফুটে উঠেছে৷ দিল্লি তাঁর প্রত্যাবর্তন নিয়ে একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৮ মার্চ মুম্বইয়ের টিম হোটেলে পা রাখার সময় অক্ষরের করোনা রিপোর্ট নেগেটভ ছিল। কিন্তু দ্বিতীয় করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর৷ এরপর বিসিসিআই-এর 'স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর' (এসওপি) মেনে অক্ষর ১০ দিনের নিভৃতবাসে ছিলেন। নিয়ম অনুযায়ী আরটি-পিসিআর পরীক্ষার প্রথম রিপোর্ট আসার দিন থেকে ১০ দিনের আইসোলেশন অথবা করোনা নমুনা সংগ্রহের দিন থেকে ১০ দিনের আইসোলেশন বলা হয়েছে। যেটা আগে হয় সেটাকেই মান্যতা দেওয়া হয়৷


আরও পড়ুন: IPL 2021: Bebeto কে মনে করালেন Virat, মেয়ে Vamika র জন্য বাবার সেলিব্রেশন, ফ্লাইং কিসে Anushka



গতবছর দিল্লি রানার্স হয়েছিল আইপিএলে৷ অক্ষর ছিলেন টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ক্রিকেটার৷ ১৫ ম্যাচে ৯ উইকেট পাওয়া অক্ষরের ইকোনমি রেট ছিল ৬.৪১৷ মাঝের দিকের ওভারের রান কমিয়ে বিপক্ষকে চাপা রাখার কাজটা ভালই করেছিলেন তিনি৷ অক্ষর এখনও পর্যন্ত ৯৭টি আইপিএল ম্যাচ খেলেছেন৷ বাঁ-হাতি স্পিনার, নিচের দিকে কার্যকরী ব্যাটিং করতে পারেন৷ ১২৭.৬৯ এর গড়ে তাঁর ৯১৩ রানও আছে ব্যাট হাতে৷