নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের জন্য একের পর এক টুর্নামেন্ট বাতিল হয়ে যাচ্ছে কিংবা পিছিয়ে দেওয়া হচ্ছে। এই তালিকায় নতুন সংযোজন আজলান শাহ হকি টুর্নামেন্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরের আজলান শাহ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু নভেল করোনা ভাইরাস আতঙ্কে টুর্নামেন্ট হবে সেপ্টেম্বরে। এবছর মালয়েশিয়ায় এপ্রিলের ১১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলার কথা ছিল ঐতিহ্যশালী এই হকি টুর্নামেন্টের। এপ্রিলে টুর্নামেন্ট স্থগিত হলেও এবারের আজলান শাহ হকি টুর্নামেন্ট হবে সেপ্টেম্বরের ২৪ তারিখ থেকে তেসরা অক্টোবর পর্যন্ত।


দিনক্ষণ বদল হলেও ভেনু বদল হচ্ছে না। মালয়েশিয়াতেই হবে এবার আজলান শাহ হকি। প্রসঙ্গত টোকিওতে আলিম্পিক গেমস নিয়েও একটা অনিশ্চয়তার বাতাবরন তৈরি হয়েছে।


আরও পড়ুন - কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমি ফাইনালে অ্যাডভান্টেজ বাংলার!