ওয়েব ডেস্ক: আজলান শাহ হকি টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হল ভারত। মালয়েশিয়ার কাছে শূন্য-এক গোলে হেরে পরপর দুবছর ফাইনালে পৌঁছতে পারল না ভারতীয় হকি দল। এবার সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্টেরফাইনালে ওঠার জন্য মালয়েশিকে দুই গোলের ব্যবধানে হারানোর প্রয়োজন ছিল ভারতের। কিন্তু জেতা তো দূর, উল্টে হেরে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় নিজেরাই জল ঢেলে দিলেন রুপিন্দার পাল সিংরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চেয়ে বিসিসিআইয়ের উপর চাপ বাড়ালেন কুম্বলে


এটাই টুর্নামেন্টে প্রথম হার ভারতের। পরেক ম্যাচে নিউজল্যান্ডের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য খেলবে নামবে ভারত। বোঝাই যাচ্ছে, হকিতে ভারতের সোনার দিন ফিরিয়ে আনতে ফের ব্যর্থ বর্তমান হকি দল।


আরও পড়ুন  সঠিক পথেই যুব বিশ্বকাপের প্রস্তুতি, তৈরি যুবভারতীও, পরিদর্শনের পর খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী