সঠিক পথেই যুব বিশ্বকাপের প্রস্তুতি, তৈরি যুবভারতীও, পরিদর্শনের পর খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

সঠিক পথেই যুব বিশ্বকাপের প্রস্তুতি। তৈরি যুবভারতীও। পরিদর্শনের পর খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপের জন্য কোচি স্টেডিয়ামের সংস্কারের কাজ দেখে অসন্তোষপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তবে কলকাতায় এসে সম্পূর্ণ অন্য ছবি দেখলেন তিনি। শুক্রবার সকালে প্রায় দেড় ঘন্টা ধরে যুবভারতীয় ক্রীড়াঙ্গন ঘুরে দেখে সন্তুষ্ট ক্রীড়ামন্ত্রী। সব শেষে জানিয়ে দিলেন মেগা ইভেন্টের আগে স্টেডিয়াম সংস্কারের কাজ ঠিক মতোই এগোচ্ছে। নিজের দফতরের এক কর্তাকে নিয়ে কলকাতায় এসেছিলেন গোয়েল। সঙ্গে নিয়ে এসেছিলেন স্টেডিয়াম সংক্রান্ত যাবতীয় তথ্য। নতুন সাজে সেজে ওঠা স্টেডিয়ামের বিভিন্ন অংশের ছবি ক্যামেরাবন্দী করেন গোয়েল। কি কি কাজ বাকি রয়েছে সেটাও জেনে নেন স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে। পরিদর্শনের ফাঁকেই গোয়েল জানতে চান তিরিশে মের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হবে কিনা? এই বিষয়ও ইতিবাচক উত্তর পেয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বিশ্বকাপের আগে ফের কলকাতায় আসতে পারেন গোয়েল।

Updated By: May 6, 2017, 08:40 AM IST
 সঠিক পথেই যুব বিশ্বকাপের প্রস্তুতি, তৈরি যুবভারতীও, পরিদর্শনের পর খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী

ওয়েব ডেস্ক: সঠিক পথেই যুব বিশ্বকাপের প্রস্তুতি। তৈরি যুবভারতীও। পরিদর্শনের পর খুশি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপের জন্য কোচি স্টেডিয়ামের সংস্কারের কাজ দেখে অসন্তোষপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তবে কলকাতায় এসে সম্পূর্ণ অন্য ছবি দেখলেন তিনি। শুক্রবার সকালে প্রায় দেড় ঘন্টা ধরে যুবভারতীয় ক্রীড়াঙ্গন ঘুরে দেখে সন্তুষ্ট ক্রীড়ামন্ত্রী। সব শেষে জানিয়ে দিলেন মেগা ইভেন্টের আগে স্টেডিয়াম সংস্কারের কাজ ঠিক মতোই এগোচ্ছে। নিজের দফতরের এক কর্তাকে নিয়ে কলকাতায় এসেছিলেন গোয়েল। সঙ্গে নিয়ে এসেছিলেন স্টেডিয়াম সংক্রান্ত যাবতীয় তথ্য। নতুন সাজে সেজে ওঠা স্টেডিয়ামের বিভিন্ন অংশের ছবি ক্যামেরাবন্দী করেন গোয়েল। কি কি কাজ বাকি রয়েছে সেটাও জেনে নেন স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছ থেকে। পরিদর্শনের ফাঁকেই গোয়েল জানতে চান তিরিশে মের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হবে কিনা? এই বিষয়ও ইতিবাচক উত্তর পেয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বিশ্বকাপের আগে ফের কলকাতায় আসতে পারেন গোয়েল।

আরও পড়ুন আজলান শাহ হকি টুর্নামেন্টে জাপানের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় ভারতের

বিশাল কর্মযজ্ঞের পর যুবভারতীর চেহারাই বদলে গিয়েছে। তবে সাই মাঠের সংস্কারের কাজ ক্রীড়ামন্ত্রীর মন ভরাতে পারেনি। সাইয়ের মাঠে দুটো অনুশীলন মাঠ তৈরির কাজ চলছে। তবে ফেন্সিংয়ের পাশাপাশি মাঠের লাইন বসানোর কাজ ও ড্রেসিংরুম তৈরির কাজ এখনও সম্পূর্ণ নয়। কাজের অগ্রগতি দেখে খুশি নন গোয়েল। জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শেষ করতে বলেছেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন  নাইটদের জন্য সুখবর, দলে ফিরছেন বিধ্বংসী ক্রিস লিন

.