নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলে ফের একবার আইসিসি টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের (ICC T20I ranking) শীর্ষে ফের চলে এলেন বাবর আজম (Babar Azam)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন পাকিস্তানের অধিনায়ক। ফলে তাঁকে ছিটকে যেতে হয়েছিল শীর্ষ স্থান থেকে। তবে যদিও এ বার আর একক ভাবে নয়, বরং ইংল্যান্ডের ডাইউড মালানের সঙ্গে যুগ্মভাবে সিংহাসন ভাগ করে নেন বাবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে একা বাবর নন, বরং ব্যক্তিগত টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন অপর পাক ওপেনার মহম্মদ রিজওয়ানও। তিনি সাম্প্রতিক টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক ধাপ উঠে এসে তিন নম্বরে রয়েছেন তিনি। 



আগের মতোই পাঁচ নম্বরে রয়েছেন কে এল রাহুল। তবে বিরাট কোহলি এ বার প্রথম দশ জনের মধ্যে জায়গা পেলেন না। আগের মতোই ১১ ও ১২ নম্বরে রয়েছেন কোহলি ও রোহিত শর্মা।


এমনকি টি-টোয়েন্টি বোলারদের প্রথম দশে ভারতের কোনও ক্রিকেটার নেই। অল রাউন্ডারদের প্রথম দশেও কোনও ভারতীয় তারকা জায়গা করে নিতে পারেননি। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অল রাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছেন মহম্মদ নবি। শাকিব আল হাসান অল রাউন্ডারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App