নিজস্ব প্রতিবেদন : তাঁর দেশের ক্রিকেট কর্মকর্তারা কিছুতেই ভারতীয় ক্রিকেটারদের ভাল কিছু দেখতে পান না। সেখানে তিনি কিনা বলছেন, এবার থেকে কোহলিকে অনুসরণ করবেন! এমন কথা তাঁর দেশের ক্রিকেট কর্তারা মেনে নেবেন তো! যাই হোক, সরফরাজ আহমেদকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে পিসিবি। এবার তাঁর জায়গায় টি-২০ ফরম্যাটে দায়িত্ব পেয়েছেন বাবর আজম। তাঁক কিন্তু আবার অনেকে পাকিস্তানের বিরাট কোহলি বলে থাকেন। যদিও কোহলির সাফল্যের নিরিখে তিনি এখনও অনেকটাই পিছিয়ে। তবে অনেকে মনে করেন, বিরাট কোহলির খেলার স্টাইলের সঙ্গে তাঁর ব্যাটিং অনেকটা মিলে যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  এই মেয়ের বোলিং অ্যাকশন বুমরার মতো? নাকি ভাজ্জির মতো? দ্বন্দ্বে নেটদুনিয়া


ঘরের মাঠে সম্প্রতি শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের সহ অধিনায়ক ছিলেন বাবর। তবে ওই সিরিজে চূড়ান্ত ব্যর্থ তিনি। তিন ম্যাচে রান করেছিলেন যথাক্রমে ১৩, ৩ ও ৭। সিরিজ হারের জন্য পাকিস্তান ক্রিকেটের অনেকেই বাবরকে দায়ি করেছিলেন। সেই বাবর এবার অধিনায়ক। এখন পাকিস্তান ক্রিকেট গুঞ্জন, অধিনায়কের দায়িত্ব সামলে বাবরের ব্যাট কথা বলবে তো? শ্রীলঙ্কা সিরিজ তাঁর কাছে দুঃস্বপ্নের মতো। বলেছেন বাবর। তিনি আরও বলেছেন, ''ক্রিকেট ভাল দিন খারাপ দিন থাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে আমার সময় ভাল যায়নি। আমি সবসময়ই নিজের একশো শতাংশ দিতে চেষ্টা করি। আমার মনে হয়, অধিনায়কত্ব সামলানো আমার কাছে বাড়তি কোনও চাপ নয়। কেন উইলিয়ামসন বা বিরাট কোহলি যেভাবে দায়িত্ব সামলায় আমিও সেভাবে সামলাতে চাই। কোহলিকে অনুসরণ করতে চাই।''


আরও পড়ুন-  বড় ধাক্কা! ভারত সফরের আগে ছিটকে গেলেন বাংলাদেশের ভরসার অলরাউন্ডার


বাবর বলছিলেন, ''দলের পারফরম্যান্স আমার কাছে সবার আগে। ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে আমি চিন্তিত নই। কার থেকে কীভাবে সেরা পারফরম্যান্স বের করে আনা যায় সেটাই আমার মূল উদ্দেশ্য। কোহলিকে অনুসরণ করতে চাই। নিজেদের পারফরম্যান্সের সঙ্গে দলের সাফল্যও ধরে রাখে ও।''