নিজস্ব প্রতিবেদন: প্রায়শই বাইশ গজের মহারথীরা বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বাবর আজমের (Babar Azam) তুলনা টানেন। নিঃসন্দেহে পাক অধিনায়কের ক্রিকেটীয় দক্ষতা ও রান করার ক্ষমতা তারিফ যোগ্য। যদিও বিরাটের সঙ্গে নিজের তুলনা পছন্দ নয় বাবরের। যদিও বাবর এবার ছাপিয়ে গেলেন বিরাটকে। বাবরের পালকে যুক্ত হলো আরও একটি পালক। নিজের দেশের দ্রুততম ও বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করলেন তিনি। শনিবার দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-২০ ম্যাচে হারানোর দিনেই বাবর এই মাইলস্টোন স্পর্শ করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও  পড়ুন: CSK vs DC, IPL 2021: Prithvi-Dhawan ঝড়ে উড়ে গেল চেন্নাই, ৭ উইকেটে জিতল দিল্লি


বাবর ১৬৫ তম ইনিংসে ৬০০০ টি-২০ রান করলেন। তাঁর ঠিক আগেই রয়েছে ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। টি-২০ ফর্ম্যাটের রাজা ২০১৪ সালে ১৬২ ইনিংসে হয়েছিলেন ছ'হাজারি হয়েছেন। বাবর ছাপিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার শন মার্শ (Shaun Marsh), ভারতের কোহলি ও অস্ট্রেলিয়ার এজে ফিঞ্চকে (AJ Finch)। টি-২০ ফর্ম্যাটে ৬০০০ রান করতে মার্শ নিয়েছিলেন ১৮০ ইনিংস, কোহলির লেগেছিল ১৮৪ ইনিংস ও ফিঞ্চ করেছিলেন ১৯০ ইনিংসে। বাবরের সম্বন্ধে আরও একটি তথ্য দেওয়া প্রয়োজন। টি-২০ ক্রমতালিকায় তিনে থাকা বাবর ইতিমধ্যেই তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে টি-২০ ক্রিকেটে ৪০০০ ও ৫০০০ রান করেন।বাবর দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান করেছেন। বাবররা তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ ও চার ম্যাচের টি-২০ সিরিজ খেলতে পাকিস্তানে এসেছেন। ওয়ান-ডে সিরিজে প্রোটিয়াদের হারিয়ে (৩-১) এবার টি-২০ সিরিজেও জয় দিয়ে শুভারম্ভ করল বাবর অ্যান্ড কোং।