নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) এখন বিশ্বের এক নম্বর আন্তর্জাতিক ওয়ানডে ও (ODI) টি-২০ (T20I) ব্যাটসম্যান। গতবছর এপ্রিলে ৫০ ওভারের ফর্ম্যাটে বিরাট কোহলির (Virat Kohli) ১৩৫৮ দিনের রাজত্ব শেষ হয় বাবর যুগের সূচনায়। তার আগে ২০১৭ সালের অক্টোবর মাস থেকে কোহলিই ছিলেন মগডালে। এখন ওয়ানডে ক্রিকেটে কোহলি বিশ্বের দু'নম্বর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রায়শই বাইশ গজের মহারথীরা কোহলির সঙ্গে বাবরের তুলনা টানেন। অনেকের মতে বাবর এগিয়ে বিরাটের থেকেই। বিরাট বনাম বাবর তুলনার মধ্যেই এক অন্যরকম স্বপ্নের কথা শোনালেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার বলছেন যে, একদিন বিরাট ও বাবর এক সঙ্গে আইপিএলে ওপেন করবেন! এক সাক্ষাৎকারে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' বলেন, "একদিন বাবর আজম ও বিরাট কোহলি আইপিএলে ওপেন করবে এক সঙ্গে। এক অসাধারণ মুহূর্ত হবে। আইপিএল নিলামে বাবর ১৫-২০ কোটি টাকা পেত। সবচেয়ে দামি পাকিস্তানি প্লেয়ার হত বাবর।"


এখনও পর্যন্ত আইপিএলে বিদেশি ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ টাকা পেয়েছেন ক্রিস মরিস (Chris Morris)। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডারকে ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় নিয়েছিল গতবছর আইপিএল নিলামে নিয়েছিল রাজস্থান রয়্য়ালস। ভারতীয়দের মধ্যে নিলামে এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি টাকা পাওয়ার নজির রয়েছে যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)।  ২০১৫ সালে দিল্লি যুবিকে নিয়েছিল ১৬ কোটি টাকায়। তবে বর্তমানে ভারত-পাকিস্তানের যা কুটনৈতিক সম্পর্ক, সেখানে দাঁড়িয়ে অদূর ভবিষ্যতেও আইপিএলে পাক ক্রিকেটারদের খেলার সম্ভাবনা খুবই কম।


আরও পড়ুন: Virat Kohli-Cristiano Ronaldo: 'বিরাট কোহলি ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো'!


আরও পড়ুনIPL 2022: Virat Kohli-র কাছে কোন দাবি করলেন AB de Villiers? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)