IPL 2022: Virat Kohli-র কাছে কোন দাবি করলেন AB de Villiers? জানতে পড়ুন

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গেলেও ২৯ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। সেই ইনিংসে তাঁকে বেশ ভাল লাগছিল। 

Updated By: Mar 30, 2022, 07:00 PM IST
IPL 2022: Virat Kohli-র কাছে কোন দাবি করলেন  AB de Villiers? জানতে পড়ুন
বিরাটের পাশে এবি ডিভিলিয়ার্স। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: অধিনায়কত্বের চাপ নেই। তাই খোলা মনে খেলে চলতি আইপিএল-এ (IPL 2022) ৬০০ রানের বেশি করতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। এমনটাই মনে করেন তাঁর প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। গত মরশুম পর্যন্ত এই দুই তারকা কাঁধে কাঁধ মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) এগিয়ে নিয়ে গেলেও, ২০২১ সালের আইপিএল শেষ হওয়ার পর ব্যাট-প্যাড তুলে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।  

এবি ডিভিলিয়ার্স একটি ইউ টিউব চ্যানেলে বিরাটের প্রশংসা করতে গিয়ে বলেছেন, "সবাই জানতাম ফাফ ডু প্লেসিসি অধিনায়কত্ব করবে। আর সেটা বিরাটের ক্ষেত্রে শাপে বর হল। কারণ এ বার ও খোলা মনে ব্যাট করতে পারবে। সেটা হলে বিরাট এ বার ৬০০ রানের বেশি করতে পারে।"  

প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে গেলেও ২৯ বলে ৪১ রানে অপরাজিত ছিলেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। সেই ইনিংসে তাঁকে বেশ ভাল লাগছিল। তাই এবি ফের যোগ করেন, "বিরাট নিজে দারুণ অধিনায়ক। তাই এ বার থেকে ও দলে আরও অবদান রাখতে পারবে। তাছাড়া বিরাট অনেক জুনিয়রদের কাছে আদর্শ। সেটাও তো মনে রাখা উচিত।" 

আরও পড়ুন: Shane Warne funeral at MCG: কান্না, হাসি, গানে, আড্ডায় প্রিয় ওয়ার্নিকে শেষ বিদায়

আরও পড়ুন: Qatar World Cup Teams: কাতার বিশ্বকাপে কোন কোন দেশ খেলবে? জানতে পড়ুন

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.