ওয়েব ডেস্ক: আঠারো পেরোনোর আগেই পাহাড় ছুঁয়ে ফেলল আফগান বালক। এশিয়া ক্রিকেটের অন্যতম পোস্টার বয় এখন বাহির। আর হবে নাই বা কেন? প্রথম শ্রেণির ক্রিকেটে বয়স ১৭ বছর ৩২২ দিন বয়সী বাহির ভাঙলেন সর্বকালের রেকর্ড। ৭ ম্যাচে ১২ ইনিংসে বাহির শাহর রান ১০৯৬। যার মধ্যে রয়েছে ৫ শতরান, ২ অর্ধশতরান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ধোনির রেকর্ড ভাঙল শিলিগুড়ির পাপালি


১৭-র ঘরের 'বাচ্চা ছেলে' ২২ গজে বড় বড় রেকর্ড হাঁকিয়েছেন। অপরাজিত ৩০৩ রানের ইনিংস তো বটেই, ব্যাটিং গড়ে স্যার ডন ব্র্যাডম্যানকেও পিছনে ফেলে দিয়েছে আই আফগান তারকা। ১২১.৭৭ ব্যাটিং গড়ের মালিক বাহির পিছনে ফেলেছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তী বিজয় মার্চেন্ট সহ ক্যারিবিয়ান কিংবদন্তী জর্জ হেডলিকেও। 


আরও পড়ুন- ডোপে 'ফেল' করেও আইপিএল-এ 'পাস' ইউসুফ পাঠান


বাহির শা- ১২১.৭৭ 
ডন ব্র্যাডম্যান- ৯৫.১৪
বিজয় মার্চেন্ট- ৭১.৬৪
জর্জ হেডলি- ৬৯.৮৬  


প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে দ্রুত ১০০০ রান করা এই এই বিস্ময় বালক বলছে, "ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাওয়াটা খুব কঠিন ছিল। আমাকে প্রথম একাদশে সুযোগ দেওয়ার জন্য কোচকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ১০০০ রানের অভিজ্ঞতা আমার কাছে অভূতপূর্ব।''   


আরও পড়ুন- বৃথা গেল লড়াই, মৃত্যু হল বিরাট ফ্যানের


হাসিম আমলার অনুরাগী বাহির সবসময়ই কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে পছন্দ করে। কাবুলিওয়ালার দেশের এই বিস্ময়বালক ২২ গজে থাকার সময় সবসময়ই নন-স্ট্রাইকের ব্যাটসম্যানের চাপ নিজের কাঁধে তা তুল নেয়। আর এভাবেই আগামী দিনে ক্রিকেট খেলতে চায় বাহির।