নিজস্ব প্রতিবেদন— উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর পূর্ব ভারতে করোনা পরীক্ষার যথোপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবি জানালেন বাইচুং ভুটিয়া। শুক্রবার চল্লিশ জন ক্রীড়াবিদের সঙ্গে করোনা মোকাবিলা নিয়ে আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাইচুং উত্তরবঙ্গসহ উত্তর—পূর্ব ভারতে করোনা পরীক্ষার যথোপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দেন। শনিবার সেই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন প্রাক্তন ভারত অধিনায়ক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরে পড়ুন—  বিশ্বজুড়ে মৃত্যুমিছিল! করোনা সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে এই দেশে দিব্যি চলছে ফুটবল


চিঠিতে তিনি লিখেছেন, "সিকিম, উত্তরবঙ্গসহ উত্তর—পূর্ব ভারতে করোনাভাইরাস পরীক্ষার সঠিক পরিকাঠামো নেই। যার ফলে এই সব জায়গায় সঠিকভাবে করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে না। এই জায়গায়গুলো পর্যটন কেন্দ্র । সারা বছর দেশ বিদেশের পর্যটকদের সমাগম থাকে। যদি সঠিক পরীক্ষার মাধ্যমে এই ভাইরাসকে চিহ্নিত করা না যায় তা হলে আগামীদিনে বিপদ বাড়ার আশঙ্কা রয়েছে। কারণ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া থেকে বাঁচতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সঠিক  পরীক্ষা ব্যবস্থা। আমাদের সবার পরীক্ষা করার প্রয়োজন। কিন্তু  সেই পরীক্ষার সরঞ্জামের অভাব রয়েছে এখানে। কালিম্পং—এ করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, উত্তরবঙ্গের হাসপাতাল এই পরিস্থিতি মোকাবিলায় আদতে কতটা প্রস্তুত!" পাশাপাশি বাইচুং চিঠিতে ইন্দৌরে স্বাস্থ্যকর্মীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের কঠোর শাস্তির দাবি করেছেন।