Bairstow-র সেঞ্চুরিতে লড়ছে England, ফলো-অন এড়াল Australia-র বিরুদ্ধে
ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হলেন জনি বেয়ারস্টো।
নিজস্ব প্রতিবেদন: সিডনিতে চতুর্থ অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট শাসন করেছিলেন উসমান খোয়াজা। তাঁর সেঞ্চুরিতে (২৬০ বলে ১৩৭) ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪১৬/৮ ডিক্লেয়ার করে। তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার ব্যাট হাতে জ্বলে উঠলেন জনি বেয়ারস্টো (Jonny Bairstow) ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে একসময় ধুঁকছিল জো রুটের দল। বেয়ারস্টো ইংল্যান্ডকে শুধু ফলো-অন হওয়া থেকেই বাঁচালেন না, রীতিমতো নিস্প্রাণ টেস্টে লড়াইয়ের রসদ দিলেন। ছয়ে নেমে দিনের শেষে বেয়ারস্টো অপরাজিত থাকলেন ১০৩ রানে। দারুণ ব্যাটিং করেন বেন স্টোকসও (৬৬)। স্টোকস আর বেয়ারস্টোর ব্যাটে ইংল্যান্ডের তৃতীয় দিন থেমেছে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রানে। ১৫৮ রানে পিছিয়ে ইংল্যান্ড।
আরও পড়ুন: ICC: বদলে যাচ্ছে T20I ক্রিকেট ! এবার এই ভুল হলেই দিতে হবে জরিমানা
দুই টেস্ট বাকি থাকতেই অ্যাশেজে (The Ashes) ধরে রেখেছে প্যাট কামিন্স অ্যান্ড কোং। চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়া প্রথম টেস্টে গাবায় ৯ উইকেটে জিতেছিল। এরপর অ্যাডিলে়ডে দিন-রাতের টেস্টে ২৭৫ রানে জেতে অস্ট্রেলিয়া। এরপর অজিরা মেলবোর্নে বক্সিং-ডে টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতে সিরিজ পকেটে পুরে ফেলে। সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট হোবার্টের বেলেরিভ ওভালে। অ্যাডিলেডের পর ফের অ্যাশেজ দেখবে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। ঘটনাচক্রে অ্যাশেজের পঞ্চম টেস্ট হওয়ার কথা ছিল পার্থে। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানীতে কোভিড (Covid-19) সংক্রান্ত কোয়ারেন্টিন ও রাজ্যের সীমানায় বিধিনিষেধ জারি হওয়ায় টেস্ট স্থানান্তরিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।