নিজস্ব প্রতিবেদন: ফ্রান্স ফুটবলের সম্মানীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান ব্যালন ডি’অর (Ballon d’Or 2021) আয়োজিত হতে চলেছে সোমবার। সারা বিশ্বের তাবড় সাংবাদিকদের বিচারে বেছে নেওয়া হবে বর্ষসেরা পুরুষ ও মহিলা ফুটবলার। ২০১৯-এ শেষবার ব্যালন ডি’অর পেয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। মেসিই সর্বোচ্চ ছ'বারের ব্যালন ডি’অর জয়ী। এরপর রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মনে করা হচ্ছে এবার সপ্তম  ব্যালন ডি’অরটি জিততে চলেছেন সেই আর্জেন্টাইন কিংবদন্তি মেসিই। এই প্রতিবেদনে রইল কখন কোথায় কীভাবে দেখবেন ব্যালন ডি’অর অনুষ্ঠান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Shreyas Iyer: দুরন্ত অভিষেকের পরেও দল থেকে বাদ পড়তে পারেন আইয়ার!


কবে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর (Ballon d'Or 2021)
সোমবার অর্থাৎ ২৯ নভেম্বর ব্যালন ডি’অর (Ballon d'Or 2021)? অনুষ্ঠিত হবে।
 
কোথায় অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর (Ballon d'Or 2021)?
ব্যালন ডি’অর (Ballon d'Or 2021) অনুষ্ঠিত হবে প্য়ারিসের থিয়েটার দু শ্যাটেলেটে।


কখন অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর (Ballon d'Or 2021)?
ব্যালন ডি’অর (Ballon d'Or 2021) অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ১টায়।


কোন চ্যানেলে দেখানো হবে ব্যালন ডি’অর (Ballon d'Or 2021)?
ব্যালন ডি’অর (Ballon d'Or 2021) দেখাবে Star Sports Select 1 ও Star Sports Select 1 HD


অনলাইনে ব্যালন ডি’অর (Ballon d'Or 2021) কোথায় দেখা যাবে?
অনলাইনে ব্যালন ডি’অর স্ট্রিম করবে Disney+Hotstar app



ব্যালন ডি’অরের (Ballon d'Or 2021) জন্য় মনোনীত ৩০ পুরুষ ফুটবলার: সিজার আজপিলিকুয়েতা (Cesar Azpilicueta), নিকোলো বারেলা (Nicolo Barella), করিম বেঞ্জেমা (Karim Benzema), লিওনার্দো বোনুচি (Leonardo Bonucci), কেভিন ডি ব্রুইন (Kevin De Bruyne), জর্জিও কিয়েলিনি (Giorgio Chiellini), রুবেন ডিয়াস  (Ruben Dias), জিয়ানলুইজি দোনারুমা (Gianluigi Donnarumma), ব্রুনো ফার্নান্দেস (Bruno Fernandes), ফিল ফডেন (Phil Foden), আর্লিং হাল্যান্ড (Erling Haaland), জর্জিনহো (Jorginho), হ্যারি কেন (Harry Kane), এন’গোলা কান্তে (N’Golo Kante), সাইমন কেয়া (Simon Kjaer), রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski), রোমেলু লুকাকু (Romelu Lukaku), রিয়াদ মাহরেজ (Riyad Mahrez), লাউতারো মার্টিনেজ (Lautaro Martinez), কিলিয়ান এমবাপে (Kylian Mbappe), লিওনেল মেসি (Lionel Messi), লুকা মডরিচ (Luka Modric), জেরার্ড মোরেনো (Gerard Moreno), ম্যাসন মাউন্ট (Mason Mount), নেইমার (Neymar), পেদ্রি (Pedri), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), মহম্মদ সালাহ (Mohamed Salah), রহিম স্টার্লিং (Raheem Sterling), ও লুইস সুয়ারেজ (Luis Suarez)


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)