ব্যুরো: এবার শাস্তির কবলে চেন্নাইয়ান এফসির কোচ মার্কো মাতারাজ্জি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে অভব্য আচরণের জন্য এক ম্যাচ নির্বাসিত হলেন ইতালির বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। ২৯শে অক্টোবরের ম্যাচে প্রতিপক্ষ দলের কোচিং স্টাফের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন মাতারাজ্জি। এই ঘটনার উল্লেখ করা হয় রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টে। এআইএফএর শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একটা ম্যাচ বেঞ্চে বসতে পারবেন না চেন্নাইয়ানের কোচ। বুধবারই আইএসএলে চেন্নাই বনাম মুম্বই দ্বৈরথে তাই গ্যালারিতেই বসতে হল মাতারাজ্জিকে।


 


আরও পড়ুন-একেই বলে শাপমোচন, পেপের মুখে হাসি ফোটালেন গুন্ডোগান, আগুয়েরোরা