Shakib Al Hasan, BAN vs ENG: ৬ হাজার রান ও ৩০০ উইকেট নিয়ে ইতিহাসের তৃতীয়স্থানে সাকিব
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। নাজমুল হাসান শান্তর ৫৩, মুশফিকুর রহিমের ৭০ ও সাকিবের ৭৫ রানের উপর ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে কাঙ্ক্ষিত জয়ের মুখ দেখল বাংলাদেশ (Bangladesh)। ২-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে আগেই সিরিজ জিতে নিয়েছিল জস বাটলারের (Jos Buttler) দল। যদিও সাকিব আল হাসানের (Shakib Al Hasan) অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে শেষ ম্যাচে সাহেবদের ৫০ রানে হারিয়ে দিল টাইগার্সরা। ৭১ বলে ৭৫ ও ৩৫ রানে ৪ উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা হলেন সাকিব। একইসঙ্গে এই ম্যাচে অনন্য রেকর্ড গড়লেন তারকা অলরাউন্ডার।
সোমবার অর্থাৎ ৬ মার্চের আগে একদিনের ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ছিল ২৯৬। এদিন ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করে, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। একইসঙ্গে বিশ্বে ৩০০ উইকেট নেওয়া ১৪তম বোলার হিসেবে সেই ক্লাবে নাম লেখালেন।
এই ম্যাচে একটি রেকর্ডের মালিক হয়েছেন সাকিব। তিনি পৃথিবীর তৃতীয় ক্রিকেটার হিসেবে একদিনের মায়চে ৬০০০ রান আর ৩০০ উইকেটের ‘ডাবল’ অর্জন করেছেন। এর আগে এই কীর্তি গড়েছেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি ও শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য। সাকিবের ৩০০তম শিকার হয়েছেন রেহান আহমেদ। এর আগে ফিল সল্ট, জেসন রয় আর জেমস ভিন্সকে আউট করেছিলেন তিনি।
আরও পড়ুন: Virat Kohli, BGT 2023: খরা মিটিয়ে বিরাটের ব্যাট থেকে বড় রান আসবেই, দাবি করলেন পন্টিং
২০০৬ সালের ৬ আগস্ট। হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিবের। সেই ম্যাচে এল্টন চিগুম্বুরাকে বোল্ড করে এই ফরম্যাটে ক্রিকেটে প্রথম উইকেট পেয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ অলরাউন্ডার। ১৬ বছর ৭ মাস পর সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই সাকিব পেয়ে গেলেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০০তম উইকেটের দেখা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। নাজমুল হাসান শান্তর ৫৩, মুশফিকুর রহিমের ৭০ ও সাকিবের ৭৫ রানের উপর ভর করে ৪৮.৫ ওভারে ২৪৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। সাকিব ছাড়া বাকি দুই বোলার সাহেবদের বুঝে নিয়েছেন। ইবাদত হোসেন ৩৮ রানে ২ ও তাইজুল ইসলাম ৫২ রানে ২ উইকেট নিয়েছেন।