বারবার ফেল বাংলাদেশ!
বেঙ্গল টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছেছে ধুঁকতে থাকা উইন্ডিজ।
নিজস্ব প্রতিবেদন: ক্যারিবিয়ান সমুদ্রে তরি ডুবছে তামিমদের। বেঙ্গল টাইগারদের তাড়া করে করে শিকার করছে ক্যারিবিয়ান শিকারিরা। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে যা সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় ইনিংসে ৬২ রানে ৬ উইকেটে লড়ছে তারা। বেঙ্গল টাইগারদের ব্যাটিং বিপর্যয়ে সিরিজের প্রথম ম্যাচে বড় জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছেছে ধুঁকতে থাকা উইন্ডিজ।
আরও পড়ুন- লজ্জার রেকর্ড বাংলাদেশের!
খেলার প্রথম দিনে ১৮.৪ ওভারেই সাকিব আল হাসানের বাংলাদেশকে গুটিয়ে দেন কেমার রোচ। ১২ বলে ৫ উইকেট দখলের নজিরও গড়েছেন তিনি। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার ব্র্যাথওয়েটের অনবদ্য শতরানের (১২১) দৌলতে ৪০৬ রানের স্কোর খাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। অর্ধ শতরানের ইনিংস খেলেন আরেক ওপেনার স্মিথও (৫৮)। মিডল অর্ডারে শাই হোপের ব্যাট থেকে আসে ৬৭ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের অসফল বাংলাদেশিরা। তৃতীয় দিনের শেষে ৬২ রানে হাফ ডজন উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে সাকিব আল হাসানরা। এখনও ৩০১ রানে এগিয়ে উইন্ডিজ।