নিজস্ব প্রতিবেদন: বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই বাজিমাত সৌরভ গাঙ্গুলির। ভারতের মাটিতে প্রথম দিন-রাতের আন্তর্জাতিক টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের নন্দন কাননে। আগামী ২২ নভেম্বর থেকে ইডেনে অনুষ্ঠিত হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। সেই টেস্ট হবে গোলাপি বলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারত অধিনায়ক বিরাট কোহলির ইতিবাচক মনোভাব মিলতেই নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ইডেনে দ্বিতীয় টেস্টটি গোলাপি বলে (দিন-রাত) খেলার প্রস্তাব দেন বিসিবি-কে। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের তরফে মিলল সম্মতি। ওপার বাংলার ক্রিকেট বোর্ডের সম্মতি মিলতেই ইতিহাসে পৌঁছে গেল এপার বাংলার  ক্রিকেটের নন্দনকানন। বহু ইতিহাসের সাক্ষী ইডেন গার্ডেন্সেই হতে চলেছে দেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট।


     



টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমায় টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমশ তলানিতে ঠেকেছে। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর টেস্ট ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে বিরাট কোহলি পাঁচটি নির্ধারিত ভেনু রাখার কথা বলেছিলেন। অন্যদিকে, নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অনেকদিন ধরেই বলে আসছেন, দিন-রাতের  গোলাপি বলে টেস্ট খেলা হলে মানুষের আগ্রহ বাড়তে পারে।


বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর নিজের এই প্রস্তাব সৌরভ গাঙ্গুলি সরাসরি রাখেন টিম ইন্ডিয়ার অধিনায়কের সামনে। বিরাট কোহলি গোলাপি বলে টেস্ট খেলার ব্যাপারে ইতিবাচক মত দেন। এরপর সৌরভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিন-রাতের টেস্ট খেলার প্রস্তাব দেন। শেষ পর্যন্ত বিসিবি-র সবুজ সংকেত চলে এল। ইডেনেই হবে দেশের মাটিতে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট। খেলতে পারে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি ইতিমধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলে ফেলেছে।


আরও পড়ুন - ভারতীয় ক্রিকেটের রোডম্যাপ ঠিক করতে বুধবারই সৌরভ-দ্রাবিড় সাক্ষাত্