জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোনও অংকেই আর প্রথম চারে থাকা সম্ভব ছিল না। কলকাতায় পাকিস্তানের কাছে হেরে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ইডেনে উড়ল প্যালেস্টাইনের পতাকা। আটক ৪। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  IND vs SA | World Cup 2023: ২৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল ১১ হাজারে! বাকিটা বুঝে নিল কলকাতা পুলিস


বিশ্বকাপের ৭ ম্যাচে খেলে পয়েন্ট মাত্র ২। প্রথম ম্যাচে আফগানিস্থানের হারিয়ে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, এমনকী নেদারল্যান্ডসের কাছেও হারতে হয় সাকিবদের। বেঙ্গল টাইগারদের এবার বধ করল পাকিস্তান।


এদিন ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। কিন্তু ইনিংসের শুরুতেই  ব্য়াটিং বিপর্যয়। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন দলের ২ ব্যাটার। এরপর ইনিংসের হাল ধরেন  লিটন দাস এবং মহম্মদুল্লাহ। জুটি বেঁধে ৭৯ রান তোলেন তাঁরা। ৪৫ রান করে আউট হয়ে যান লিটন। শেষপর্যন্ত ২০৮ রানে অলআউট হয় বাংলাদেশ।


জবাব ব্যাট করতে নেমে প্রথম উইকেটেই ১২৮ রান তুলে ফেলে পাকিস্তান। তাও আবার মাত্র ২১ ওভারেই! দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই। জয়ের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় বাবরদের। পাক-অধিনায়ক নিজে অবশ্য রান পেলেন না এদিনও।


এদিকে তখন সবে খেলা শুরু হয়েছে। ইডেনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দেখা যায়, জি ব্লকে আপার টিয়ারে প্যালেস্টাইনের পতাকা ওড়াচ্ছেন এক যুবক। একই দৃশ্য চোখে পড়ে ইনিংসে শেষের দিকেও। তবে এবার আর একজন নয়, ছিলেন বেশ কয়েকজন। জি ব্লক ও ৬ নম্বর গেটের বাইরে থেকে ৪ জনকে আটক করেছে পুলিস।


আরও পড়ুন: Vinicius Jr | Real Madrid: কত বছর ব্রাজিল রত্ন থাকবেন ক্লাবে? জানিয়ে দিল রিয়াল মাদ্রিদ



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)