হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কার থেকে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। ২৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠে এল বাংলাদেশ। ৩ ম্যাচে ২ ম্যাচে জয় বাংলাদেশের। ১৪৮ রানের লক্ষ্যমাত্রার সামনে ১২৪ রানেই থামল শ্রীলঙ্কা। ম্যান অব দ্য ম্যাচ হলেন সাব্বির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেথিউস আউট। ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান ১০৮। খেলার চালক আসনে বেঙ্গল টাইগার বাংলাদেশ। হাতে বাকি ১২ বল, জিততে রান দরকার ৩৭। পেরেরার উইকেট হারিয়ে কোণঠাসা শ্রীলঙ্কা। ৩৪ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ৫৮ রান।


জয়ের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ১৪৮ রানের লক্ষ্যমাত্রার সামনে সাবলীল ব্যাটিং শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের। দিনেশ চান্দিমল, তিলকরত্নে দিলসান, জয়সূর্যদের ব্যাটিং দাপটে খেলার চালক আসনে শ্রীলঙ্কা। ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৮। ৪৯ রানে দরকার ৭০ রান। ব্যাট করছেন অ্যাাঞ্জলো মেথিউস এবং থিসারা পেরেরা।


ঢাকায় শেরে বাংলায় ২২ গজে মরণপণ লড়াই বাংলাদেশের। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমে প্রথম থেকেই চাপে ছিল বাংলাদেশ। ওপেনিং জুটি শূন্য রানে ফিরতেই কোণঠাসা হয়ে যায় বেঙ্গল টাইগাররা। লঙ্কান লায়নদের মোকাবিলা করতে একহাত নেন বাংলাদেশের টপ অর্ডারের সাব্বির রহমান ও অভিজ্ঞ সাকিব-আল হাসান। ৫৪ বলে সাব্বিরের অনবদ্য ৮০ রান ও সাকিবের গুরুত্বপূর্ণ ৩২ রান বাংলাদেশকে সঙ্কট থেকে বাঁচিয়ে দেয়। স্লগ ওভারে মহদুল্লাহের ১২ বলে ২৩ রানের সুবাদে শ্রীলঙ্কার সামনে ১৪৮ রানের লক্ষ্য রাখে এশিয়া কাপ আয়োজক দেশ বাংলাদেশ।


লাইভ স্কোর জানুন