নিজস্ব প্রতিবেদন : ১৯২ রান। আধুনিক ক্রিকেটা আহামরি লক্ষ্যমাত্রা নয়। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের জন্য শেষমেশ সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও ব্যর্থ হল বাংলাদেশের অনূর্ধ্ব ২৩ দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম একদিনের ম্যাচে জিতে এগিয়ে গেল ভারতীয় দল। এদিন লখনৌতে বাংলাদেশকে ৩৪ রানে হারায় ভারতের অনূর্ধ্ব ২৩ দল। বাংলাদেশের বোলাররা দুরন্ত পারফর্ম করলেও ব্যাটিং লাইন-আপ দলকে ডুবিয়ে দিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ট্রাকে চেপে যেতেন ম্যাচ খেলতে! পুরনো ছবি পোস্ট করে আবেগে ভাসলেন হার্দিক পান্ডিয়া



আগেরদিন ম্যাচ হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির জন্য সেদিন খেলা হয়নি। রিজার্ভ ডে-তে টস জিতে ভারতীয় দলকে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। ভারতের দুই ওপেনার রান পাননি। আরিয়ান জুয়েল (৬৯) ও বিআর শরথ (৪২)-এর ইনিংসের সৌজন্যে ভদ্রস্থ রান তোলে ভারতীয় দল। এই দুই ভারতীয় ব্যাটসম্যান ছাড় আর কেউ রান পাননি। বাংলাদেশের মেহেদি হাসান তিন উইকেট পেয়েছেন। 


আরও পড়ুন-  দল থেকে বাদ পড়ার আগেই, ধোনির অবসর নেওয়া উচিত্, স্পষ্ট জানিয়ে দিলেন গাভাসকর


জবাবে ব্যাট করতে নেমে ৪৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৫৮ রানে।