নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের ব্যর্থতার দায় গায় থেকে ঝেড়ে ফেলার আগেই ফের দুঃস্বপ্ন দেখল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশ একদিনের সিরিজ হারল ৩-০ ব্যবধানে। ঘরের মাছে পেয়ে মুশফিকুর, তামিম ইকবালদের হোয়াইটওয়াশ করে ছাড়ল শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ম্যাচে জেতার জন্য মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল বাংলাদেশ। দলে একাধিক পরিবর্তনও করেছিল তারা। কিন্তু কোনও লাভ হয়নি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই বাংলাদেশকে টেক্কা দিয়েছে শ্রীলঙ্কা। শেষ ম্যাচে ১২২ রানে হারের জেরে চুনকাম হতে হল বাংলাদেশকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  কোচ নির্বাচনে ক্যাপ্টেন কোহলি পছন্দের কথা জানাতেই পারে, বললেন সৌরভ গাঙ্গুলি



সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সাতজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পারেননি। দলের ওপেনার তামিম ইকবাল গত ছটি ইনিংসেই বোল্ড হয়েছিলেন। এই ম্যাচে তিনি অবশ্য ক্যাচ দিয়ে আউট হলেন। এদিনও তামিম রান পেলেন না। বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাস অবশ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেননি। সৌম্য সরকার ৬৯ রান করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তাঁর লড়াই কাজে আসেনি। লোয়ার অর্ডারে তাইজুল ইসলাম ৩৯ রান করে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। শ্রীলঙ্কার দাশুন শনাকা তিনটি উইকেট নিয়েছেন। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২৯৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ শেষ হয়ে যায় ১৭২ রানে।