নিজস্ব প্রতিবেদন : আইপিএল ২০২০-তে তিনি একমাত্র বাংলাদেশি। নাম বুলবুল। তবে তিনি এবারের আইপিএলে খেলবেন না। অবশ্য খেলার মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। ব্যাটসম্যানদের প্রস্তুতিতে বড় অবদান রাখবেন বুলবুল। ২৯ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই-চেন্নাই। তার আগে থেকেই অবশ্য দায়িত্ব সামলানো শুরু করে দেবেন বুলবুল। এবার আইপিএলে হায়দরাবাদ দলের হয়ে সাইড আর্ম থ্রোয়ার হিসাবে কাজ করবেন বলবুল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলাদেশের জাতীয় দলের বল বয় হিসাবে কাজ করেন বলবুল। আবার সাইড আর্ম থ্রোয়ার হিসাবেও কাজ করেন তিনি। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্তাদের তাঁর কাজ পছন্দ হয়। এর পরই আইপিএলে ডাক পান বলবুল। টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত সাইড আর্ম থ্রোয়ার হিসাবে কাজ করবেন বুলবুল। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খানের মতো ক্রিকেটারদের অনুশীলনের সময় সাহায্য করবেন বুলবুল।


আরও পড়ুন-  প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে 'স্ম্যাশিং মোডে' হার্দিক পাণ্ডিয়া, দেখুন ভিডিয়ো


২৩ মার্চ ভারতে আসার জন্য রওনা দেবেন বুলবুল।  ১ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে হায়দরাবাদ। তাই ভারতে আসার পরই কাজে যোগ দেবেন তিনি। দলের সঙ্গে যোগ দিয়েই প্রস্তুতিতে নেমে পড়বেন বলুবুল।