নিজস্ব প্রতিবেদন: অ্যালায়েন্স স্টেডিয়ামে লড়াই জমল না। জুভেন্টাস বনাম বার্সেলোনা ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। চ্যাম্পিয়ন্স লিগের মেগা ম্যাচ হলেও সেই উচ্চতায় কখনোই পৌঁছয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভাস্কর গাঙ্গুলির কথায় দুঃখ পাননি খালিদ


নক আউট রাউন্ডে জায়গা প্রায় পাকা হয়ে গিয়েছে বার্সেলোনার। তাই এদিনের ম্যাচে লিওনেল মেসিকে বেঞ্চে রেখে দল সাজিয়েছিলেন বার্সা কোচ ভালভার্ডে। প্রথমার্ধে র‍্যাকিটিচের শট পোস্টে লাগে। অন্যদিকে সুযোগ নষ্ট করেন ডগলাস কোস্টাও। কোনও গোল না পাওয়ায় অগত্যা ভালভার্ডে দ্বিতীয়ার্ধে মাঠে নামায় লিওনেল মেসিকে। তবে জুভেন্টাসের রক্ষণ ভাঙতে পারেননি এলএম টেন।


আরও পড়ুন- আশা না মিটিল! সবুজ-মেরুনের বোঝা দিয়েগো ফেরেইরা


নিস্ফলা ড্রয়ের ফলে নক আউট রাউন্ডের টিকিট পাকা হয়ে গেল ক্যাটালিয়ান্স ক্লাবের।