ওয়েব ডেস্ক: লিওনেল মেসিকে নিয়ে চিন্তা বাড়াল বার্সেলোনার। কুঁচকির চোটের কারণে মাঠের বাইরে থাকতে হতে পারে ক্যাটালিয়ান্স ক্লাবের সেরা তারকাকে। এই চোটের কারণেই মঙ্গলবার ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে দেশের হয়ে খেলতে পারছেন না এলএম টেন। রবিবার তাই বার্সেলোনায় ফিরে এসেছেন ফুটবলের যুবরাজ। কয়েকদিনের মধ্যে মেসির চোটের জায়গায় MRI করানো হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জল মানে জীবন হলে সলিলের আবার মৃত্যু হয় নাকি!


দলের সেরা অস্ত্রের ফিটনেসের দিকে কড়া নজর রাখছেন বার্সেলোনার চিকিতসকরা। কুঁচকির এই চোট নিয়েই জাতীয় দলে যোগ দিয়েছিলেন মেসি। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে খেলার পর  সেই চোট আরও বেড়ে যায়। যার ফল এখন ভুগতে হচ্ছে মেসিকে। এমনটাই মনে করছেন চিকিতসকরা।


আরও পড়ুন  কূলের ভূষণ কতটা রাখছেন শ্রুতি!