La Liga 2022-23: অগাস্টে শুরু স্প্যানিশ ফুটবল ফিয়েস্তা! কবে মুখোমুখি রিয়াল-বার্সা?
আগামী ৯ অক্টোবর আগামী মরশুমের প্রথম `এল ক্লাসিকো` দেখবে ফুটবলবিশ্ব। স্যান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ। চলতি লিগের ফিরতি বড় ম্যাচ দেখা যাবে আগামী বছর ২৬ মার্চ। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এসে খেলবে অ্যানসেলোত্তির শিষ্যরা।
নিজস্ব প্রতিবেদন: স্প্যানিশ ফুটবলের মহোৎসব শুরু অগাস্টে। লা লিগার (La Liga 2022-23) ঢাকে কাঠি পড়ে গেল এবার। ১৪ অগাস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি বার্সেলোনা ও রায়ো ভালেকানো। ওদিনই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আলমেইরার বিরুদ্ধে।
আগামী ৯ অক্টোবর আগামী মরশুমের প্রথম 'এল ক্লাসিকো' (El Classico) দেখবে ফুটবলবিশ্ব। স্যান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি রিয়াল মাদ্রিদ (Real Madrid vs Barcelona)। চলতি লিগের ফিরতি বড় ম্যাচ দেখা যাবে আগামী বছর ২৬ মার্চ। বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এসে খেলবে অ্যানসেলোত্তির শিষ্যরা।
গত বছর ন্যু ক্যাম্পে হয়েছিল রিয়াল-বার্সা দ্বৈরথের প্রথম লেগ। ডেভিড আলাবা ও লুকাস ভাজকোয়েজের গোলে রিয়াল জিতেছিল ২-১ ব্যবধানে। দ্বিতীয় লেগে জাভির শিষ্যরা রিয়ালের ঘরের মাঠে গিয়ে তাদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল। জোড়া গোল করেছিলেন পিয়ের এমেরিক অবামেয়াং। স্কোরশিটে নাম লিখিয়ে ছিলেন রোনাল্ড আরাউজো ও ফেরান তোরেস। 'এল ক্লাসিকো'-র দিকেই তাকিয়ে থাকেন আপামোর ফুটবলপ্রেমীরা। এবার তাঁরা তাঁদের বাড়ির ক্যালেন্ডার দায়িগে নিতে পারবেন।
গত মরশুমে ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে ৩৫ বার লা লিগা জিতেছিল ‘লস ব্ল্যাঙ্কোস’। ৩৮ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুয়ে শেষ করেছিল বার্সা। ৩৮ ম্যাচে ৭১ পয়েন্টের সৌজন্যে তিনে শেষ করেছিল। চারে ও পাঁচে থেমেছিল যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ (৩৮ ম্যাচে ৭১) ও সেভিয়া (৩৮ ম্যাচে ৭০ পয়েন্ট)। দেখা যাক এবার রিয়াল খেতাব ধরে রাখতে পারে কিনা!
আরও পড়ুন: IRE vs IND: হার্দিকরা যাচ্ছেন আয়ারল্যান্ডে, টি-২০ সিরিজের যাবতীয় তথ্য জানুন সবিস্তারে
আরও পড়ুন: Kapil Dev: '১৪ ম্যাচে ৫০ করতে না পারলে প্রশ্ন উঠবেই'! রোহিতকে নিয়ে বড় কথা কিংবদন্তির