নিজস্ব প্রতিবেদন: এখনও ডায়াপারের সঙ্গ ছাড়েনি। ডায়াপার পরেই ব্যাট হাতে একের পর এক নিখুঁত ড্রাইভ করে চলেছে একটি শিশু। দাঁড়ানোর ভঙ্গি, ব্যাট ধরার কায়দা— নামজাদা পেশাদার ক্রিকেটারদের মতোই। ঘরের মধ্যেই ডায়াপার পরে, দু’হাতে গ্লাভস পরে একের পর এক স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ অবলীলায় করে চলেছে ওই খুদে। মাঝ ব্যাট থেকে নেওয়া একেবারে নিখুঁত ক্রিকেটিয় স্ট্রোক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিশুটির এই অবিশ্বাস্য দক্ষতায় মুগ্ধ হয়ে গিয়েছেন ইংল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। বিষ্ময় শিশুর অনুশীলনের এই ভিডিয়ো তাই শেয়ার না করে থাকতে পারলেন না তিনি। ভিডিয়োটি টুইটারে শেয়ার করে ভন লেখেন, “Child in diapers plays perfect cricket shots”।



আরও পড়ুন: ভারত নয়,২০২০ টি-২০ বিশ্বকাপ জিতবে কে? ভবিষ্যত্ বাণী করলেন ভন, সমালোচনার মুখর নেটিজেনরা


ভিডিয়োটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই বিখ্যাত সব ক্রিকেট তারকাদের সঙ্গে তুলনা টেনেছেন এই শিশুটির। কেউ লিখেছেন, “তেন্ডুলকরের পুনর্জন্ম”, তো কেউ স্টিভ স্মিথের ব্যাটিংয়ের ভঙ্গির সঙ্গে শিশুটির তুলনা টেনেছেন। সব মিলিয়ে নেটিজেনরাও মুগ্ধ ‘ডায়াপার বেবি’র ব্যাটিং দক্ষতায়।