নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট ম্য়াচ। তবে ক্রিকেটের মতো নিয়ম-কানুন এখানে নেই। অনেকটা আলাদা। ব্যাটসম্যান সিঙ্গলস নিচ্ছেন বাইকে চেপে। এটাই এই ম্যাচের স্পেশাল ব্যাপার। আইসিসির নিয়মের সঙ্গে তার কোনও মিল নেই। এমন নিয়ম শুধুমাত্র এই ক্রিকেট ম্যাচের জন্যই বানানো হয়েছে যেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ভোট দিন, মিষ্টি সুরে আর্জি ধোনি-কন্যা জিভার, শুনেছেন?



কোনও এক পাড়ার ক্রিকেট ম্যাচ। কোথাকার, সেটা অবশ্য জানা যায়নি। অদ্ভুত নিয়মে খেলা হচ্ছে সেই ম্য়াচ। ব্যাটসম্যান সেখানে শট মেরে দৌড়ে রান নিচ্ছেন না। শট মারছেন, তার পর চেপে বসছেন মোটর সাইকেলে। নন-স্ট্রাইকারকেও বাইকে চেপেই ক্রিজের আরেক পাশে আসতে হচ্ছে। এমন আজব ক্রিকেট ম্যাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগেও অবশ্য একাদিক আজব নিয়মের ক্রিকেট ম্য়াচের ভিডিয়ো ভাইরাল হয়েছে। কিছুদিন আগে একটি ম্যাচে যেমন দেখা যাচ্ছিল, ব্য়াটসম্যান লম্বা একটা গাছের ডাল ক্রিজের এক পাশ থেকে আরেক পাশে ছুঁইয়ে সিঙ্গলস নিয়ে নিচ্ছেন। বলাবাহুল্য, কেউ বা কারা নেহাত মজার জন্যই এমন ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। অনেকে আবার এই ভিডিয়ো দেখার পর লিখেছেন, এভাবে রান নিলে তো রান-আউট হওয়ার কোনও আশঙ্কা থাকবে না।