বায়ার্নের সেলিব্রেশনের মাঝে নুয়েরের বিয়ার-অ্যাটাক
বায়ার্ন এই নিয়ে ছ`বার বুন্দেশলিগা জিতল। কিন্তু শেষটা ভাল হল না।
নিজস্ব প্রতিনিধি : স্টুটগার্টের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে হার। তার পরও বিয়ার স্নান, হই-হুল্লোড় সবই করলেন বায়ার্ন মিউনিখের ফুটবলাররা।
আরও পড়ুন - পিএসজি'তেই থাকছেন নেইমার?
বুন্দেশলিগার মুকুট মাথায় উঠেছিল আগের মাসেই। শেষ ম্যাচ খেলে ট্রফি মাথায় তোলার অপেক্ষা ছিল। বায়ার্ন এই নিয়ে ছ'বার বুন্দেশলিগা জিতল। কিন্তু শেষটা ভাল হল না। লিগ টেবিলের সাত নম্বরে থাকা স্টুটগার্টের কাছে হারের পর অবশ্য বায়ার্নের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলল জার্মান মিডিয়া। তবে তাতে জেরম বোয়েতাংদের সেলিব্রেশনে খামতি থাকল না। গোলকিপার ম্যানুয়েল নুয়ের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের পিছনে ছুটলেন বিয়ারভর্তি পেল্লাই জার নিয়ে। নুয়েরের বিয়ার-অ্যাটাক থেকে রক্ষা পেলেন না দলের কেউই।
আরও পড়ুন - ছেলেরা ফুটবল খেলে না, কষ্টে আছেন ডেভিড বেকহ্যাম