নিজস্ব প্রতিবেদন: দীনেশ কার্তিকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা স্বীকার করে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রিনবাগো নাইট রাইরার্সের জার্সি গায়ে তাদেরই সাজঘরে বসে ক্যারিবিয়ান ক্রিকেট লিগের ম্যাচ দেখেছিলেন ডিকে। বোর্ডের চুক্তি অনুয়ায়ী, বিসিসিআই-এর অনুমতি ছাড়া অন্য কোনও দেশের প্রাইভেট লিগে খেলতে পারেন না এমনকী কোনও দলের ড্রেসিং রুমেও যেতে পারেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



আর এই নিয়ম ভাঙার জন্য কার্তিককে শো-কজ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন কার্তিক। কেকেআর অধিনায়কের ক্ষমা চাওয়ার পরেই বিষয়টি নিয়ে আর না এগিয়ে ক্লোজ চ্যাপ্টার করে দিল বিসিসিআই।  


আরও পড়ুন - ধোনির অবসর প্রসঙ্গ: কোহলি আর নির্বাচকদের ওপরই ছেড়ে দিচ্ছেন সৌরভ