ধোনির অবসর প্রসঙ্গ: কোহলি আর নির্বাচকদের ওপরই ছেড়ে দিচ্ছেন সৌরভ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
সুখেন্দু সরকার
ধোনির অবসরের জল্পনা চলছে গত কয়েক মাস ধরেই। বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন বলে ধারণা করেছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। কিন্তু ধোনি বিশ্বকাপ শেষ হওয়ার পরেও অবসর নেননি। সেনার ডিউটিতে যোগ দেবেন বলে বিসিসিআই-এর কাছে দুই মাসের ছুটির আবেদন করেছিলেন ধোনি। যার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাঁকে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছেন নির্বাচকরা। ধোনির অবসর জল্পনার মাঝেই তাঁর আইপিএল ভবিষ্যত্ কী, বলে দিয়েছেন এন শ্রীনিবাসন। তিনি বলে দিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিই হবেন পরের মরশুমে আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।
মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যৎ কোন পথে? ধোনির অবসর প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সোমবার এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, "আমি জানি না নির্বাচকরা কী ভাবছেন! বিরাটই বা এ নিয়ে কী ভাবছেন কে জানে। ওরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। ওদেরকেই সিদ্ধান্তটা নিতে দিন।"
আরও পড়ুন - আইপিএলে চেন্নাই দলে ধোনির ভবিষ্যত্ বলে দিলেন শ্রীনিবাসন