নিজস্ব প্রতিবেদন:  প্রায় ১০ মাস পর আবার দেশের মাঠে ফিরতে চলেছে  ঘরোয়া ক্রিকেট। (Board of Control for Cricket in India) বোর্ডের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ক্রিকেট শুরুর দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। নতুন বছরে জানুয়ারির ১০ তারিখ থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট (Syed Mushtaq Ali T20 Trophy)। দেশের ছটি সেন্টারে বায়ো বাবলে হবে এই টুর্নামেন্ট তা আগেই জানিয়েছিল বিসিসিআই (BCCI)। কোন সেই ছয়টি সেন্টার তা এবার জানিয়ে দিল বোর্ড।  ব্যাঙ্গালোর, কলকাতা, ভদোদরা,ইন্দোর, মুম্বই এবং চেন্নাই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Elite A: (Bangalore)
দল: Jammu & Kashmir, Karnataka, Punjab, Uttar Pradesh, Railways and Tripura


Elite B: (Kolkata)
দল: Odisha, Bengal, Jharkhand, Tamil Nadu, Assam and Hyderabad


Elite C: (Vadodara)
দল: Gujarat, Maharashtra, Chattisgarh, Himachal Pradesh, Baroda and Uttarakhand


Elite D: (Indore)
দল: Services, Saurashtra, Vidarbha, Rajasthan, Madhya Pradesh and Goa


Elite E: (Mumbai)
দল: Haryana, Andhra, Delhi, Mumbai, Kerala and Puducherry


Plate: (Chenna)
দল: Chandigarh, Meghalaya, Bihar, Nagaland, Manipur, Mizoram, Sikkim and Arunachal Pradesh



কলকাতা যে ওই ছয়ের তালিকায় থাকবে সেটা একপ্রকার নিশ্চিত ছিল। কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-এর (Cricket Association of Bengal)তরফ থেকে আগেই ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে চিঠি লিখেছিলেন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া (Avishek Dalmiya)। সম্প্রতি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বায়ো বাবলে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সফলভাবে আয়োজন করেছে সিএবি (CAB)। বায়ো বাবল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ড্রেস রিহার্সাল সেরে নিয়েছে সিএবি তা বলাই যায়।


আরও পড়ুন - Australia vs India, 1st Test: Prithvi-কে নিয়ে Ponting-এর ভবিষ্যদ্বাণী, পরের বলেই ০ রানে আউট


২০২০ সালের মার্চ মাসে রঞ্জি ট্রফি ফাইনালের পর করোনার জন্য আর কোনও টুর্নামেন্ট দেশের মাটিতে করতে পারেনি বিসিসিআই (BCCI)। আইপিএল (IPL) হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। বাতিল করতে হয়েছে বেশ কিছু টুর্নামেন্টও।


সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে বোর্ডের তরফে আগেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে--
১০ জানুয়ারি, ২০২১ থেকে শুরু হবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট (Syed Mushtaq Ali T20 Trophy)।
টুর্নামেন্টের ফাইনাল হবে ৩১ জানুয়ারি, ২০২১।
২ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ভেন্যুতে চলে আসবে প্রত্যেকটি দল। বাধ্যতামূলক কোভিড টেস্ট।
তিন সপ্তাহের এই টুর্নামেন্ট হবে ৬ টি সেন্টারে, পুরোটাই হবে বায়ো বাবলে।



আরও পড়ুন - দেশে ফিরে ফুরফুরে মেজাজে, স্ত্রী Natasa-র সঙ্গে 'dinner date'-এ Hardik