ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কা সফর শেষ। বলা ভাল দুর্দান্তভাবে শেষ করল ভারতীয় দল। তিন ধরনের ক্রিকেটের গোটা সিরিজেই শ্রীলঙ্কাকে পুরোপুরি হোয়াইটওয়াশ করে ছেড়েছে বিরাট কোহলির দল। কিন্তু খেলা তো আর থেমে থাকে না। আজকের দিনে সারাবছরই রমরমিয়ে চলে ক্রিকেট। এবার ভারতীয় দলের সামনে তুলনায় কঠিন প্রতিপক্ষ। কারণ, বিপক্ষ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দুই দেশই খেলতে আসছে ভারতে। এবার জেনে নিন, সেই দুই সিরিজের সূচি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সূচি -


১২ সেপ্টেম্বর, প্রথম ওয়ার্ম আপ ম্যাচ, চেন্নাইতে।


১৭ সেপ্টেম্বর, প্রথম একদিনের ম্যাচ, চেন্নাইতে।


২১ সেপ্টেম্বর, দ্বিতীয় একদিনের ম্যাচ, কলকাতায়।


২৪ সেপ্টেম্বর, তৃতীয় একদিনের ম্যাচ, ইন্দোরে।


২৮ সেপ্টেম্বর, চতুর্থ একদিনের ম্যাচ, বেঙ্গালুরুতে।


১ অক্টোবর, পঞ্চম একদিনের ম্যাচ, নাগপুরে।


৭ অক্টোবর, প্রথম টি২০ ম্যাচ, রাঁচিতে।


১০ অক্টোবর, দ্বিতীয় টি২০ ম্যাচ, গুয়াহাটিতে।


১৩ অক্টোবর, তৃতীয় টি২০ ম্যাচ, হায়দরাবাদে।


আরও পড়ুন  যে মাঠে কোনওদিনও ভালো খেলেননি, সেই মাঠের নাম নিজেই জানালেন সচিন



নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সূচি -


১৭ অক্টোবর, প্রথম ওয়ার্ম আপ ম্যাচ, মুম্বইতে।


১৯ অক্টোবর, দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচ, মুম্বইতে।


২২ অক্টোবর, প্রথম একদিনের ম্যাচ মুম্বইতে।


২৫ অক্টোবর, দ্বিতীয় একদিনের ম্যাচ পুনেতে।


২৯ অক্টোবর, তৃতীয় একদিনের ম্যাচ, ইউপিসিএ-তে।


১ নভেম্বর, প্রথম টি২০ ম্যাচ, দিল্লিতে।


৪ নভেম্বর, দ্বিতীয় টি২০ ম্যাচ, রাজকোটে।


৭ নভেম্বর, তৃতীয় টি২০ ম্যাচ, তিরুবন্তপুরমে।


আরও পড়ুন সাফল্য পেতে কোন জিনিস কতটা লাগে, জানালেন সুরেশ রায়না