যে মাঠে কোনওদিনও ভালো খেলেননি, সেই মাঠের নাম নিজেই জানালেন সচিন
ওয়েব ডেস্ক: তিনি সচিন রমেশ তেন্ডুলকর। ১০০ কোটি ভারতবাসীর স্বপ্নের এককথায় প্রকাশ করা শব্দ যেন। ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবন তাঁর। এই গ্রহের একমাত্র ক্রিকেটার, যাঁর নামের পাশে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। আর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর রান? প্রায় ৩৫ হাজার! যেন কোনও দলগত পারফরম্যান্স। সেই সচিন রমেশ তেন্ডুলকর বৃহস্পতিবার একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিটি তাঁর একেবারে ছোটবেলার। সাদা-কালো ছবিটিতে দেখা যাচ্ছে একটি গাড়ির সামনে বসে সচিন খুব মন দিয়ে বই পড়ছেন।
আরও পড়ুন মাইক্রোফোনে এবার নাও শোনা যেতে পারে সুনীল গাভাসকরের গলা
সচিন এই ছবিটি পোস্ট করে মজা করেই লিখেছেন যে, 'এই মাঠে আমি কোনওদিনই ভাল রান করতে পারিনি'! আর তাঁর ছবির সঙ্গে এমন কথায়, সচিনপ্রেমীরা বেজায় খুশি। শোনা যায়, ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন সচিন। তাঁর পরিবারের সবাই সারাক্ষণ তটস্থ থাকতো তাঁর জন্য। এই বুঝি, সচিন কোনও দুষ্টুমি করে ফেলেন। এবার আপনিও দেখে নিন, সচিনের সেই ছবি। সকলের মতো মন ভাল হয়ে যাবে আপনারও।
I never was a good scorer in this field ;) #ThrowbackThursday pic.twitter.com/fYkWqf6OQl
— sachin tendulkar (@sachin_rt) September 7, 2017