ওয়েব ডেস্ক: ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের যে আটটি কেন্দ্রে খেলা হবে তার নাম ঘোষণা করল বিসিসিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব ওয়েবসাইট ও অফিসিয়াল টুইটার পেজে প্রেস রিলিজ দিয়ে দিয়েছে বোর্ড।


কলকাতার সঙ্গেই আসন্ন টি-২০ বিশ্বকাপের খেলা হবে বেঙ্গালুরু, চেন্নাই, ধর্মশালা, মোহালি, মুম্বই, নয়া দিল্লি ও নাগপুরে।


ইডেন গার্ডেন্সে হবে ফাইনাল।  


আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য একটি ম্যানেজিং কমিটিও গঠন করেছে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন্ডিয়া। জগমোহন ডালমিয়া এই কমিটির নেতৃত্ব দেবেন। ডালমিয়া ছাড়াও এই কমিটিতে রয়েছেন অনুরাগ ঠাকুর, অমিতাভ চৌধুরি, অনিরুদ্ধ চৌধুরি, জি. গঙ্গা রাজু, রাজীব শুক্লা, আশিস শেলার ও আশীর্বাদ বেহেরা।


আগামী বছর ১১ মার্চ শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৩ এপ্রিল।