২০২১-২২ মরসুমের ঘরোয়া সূচি ঘোষণা করল BCCI, ১৬ নভেম্বর থেকে শুরু Ranji Trophy
এই মরসুমে নারী-পুরুষ ও সব বয়স মিলিয়ে মোট ২১২৭টি খেলা হবে।
নিজস্ব প্রতিবেদন: ২০২১-২২ মরসুমের সম্পূর্ণ ঘরোয়া সূচি ঘোষণা করে দিল বিসিসিআই (BCCI)। আগামী ২১ সেপ্টেম্বর থেকে উইমেন'স ওয়ানডে লিগ দিয়ে শুরু হচ্ছে ক্রিকেটের ভরা মরসুম। তারপরেই ২৭ অক্টোবর থেকে শুরু উইমেন'স ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি। শনিবার টুইটারে বিৃবতি দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বোর্ড জানিয়ে দিল যে, এই মরসুমে নারী-পুরুষ ও সব বয়স মিলিয়ে মোট ২১২৭টি খেলা হবে।
আরও পড়ুন: Sachin Tendulkar এর ছেলে MS Dhoni আবেদন করলেন শিক্ষক পদে!
আগামী ২০ অক্টোবর থেকে শুরু সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy)। ফাইনাল হবে ১২ নভেম্বর। গতবছর করোনা (COVID-19) ভয়ঙ্কর ভাবে থাবা বসিয়েছিল খেলার মাঠেও। ক্রিকেটারদের নিরাপত্তা ও সাবধানতার কথা ভেবেই বাতিল করতে হয়েছিল ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফি (Ranji Trophy)। কিন্তু এবার রঞ্জি ফিরছে স্বমহিমায়। ১৬ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি। বিজয় হাজারে ট্রফি আগামী বছর ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ২৬ মার্চ পর্যন্ত।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)