ব্যুরো: অনুরাগ ঠাকুর ঘনিষ্ঠ ভারতীয় ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার নিশান্ত অরোরাকে সরিয়ে দিল বোর্ডের প্রশাসনিক প্যানেল। রবিবারই নিশান্তের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের খবর ফাঁস করার অভিযোগ ওঠে। দুই সিনিয়ার ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতেই নিশান্তকে সরাল প্রশাসনিক প্যানেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটারের  অভিযোগের ভিত্তিতে বোর্ডের মিডিয়া ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হল নিশান্ত অরোরাকে । ভারতীয়  ক্রিকেট বোর্ডের প্রশাসনিক স্তরে স্বচ্ছ্বতা রাখতেই সুপ্রিম কোর্ট নিযুক্ত  COMMITTEE OF ADMINISTRATORS  অর্থাৎ COA প্যানেল নিশান্ত অরোরাকে অপসারিত করে। ৩০ শে জানুয়ারী  চার সদস্যের COMMITTEE OF ADMINISTRATORS বোর্ডের প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পর এটাই তাদের প্রথম কড়া পদক্ষেপ। বোর্ড সূত্রের খবর ভারতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার অভিযোগ করেছেন অনুরাগ ঠাকুর সভাপতির পদ হারানোর পর থেকে  মিডিয়া ম্যানেজার নিশান্ত অরোরা ভারতীয় দলের ড্রেসিংরুমের গোপন বৈঠক সহ অন্যান্য সমস্ত খবর প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের কাছে ফাঁস করে দিচ্ছেন। 


 


তাদের অভিযোগ নিশান্ত অরোরা দলের মিডিয়া ম্যানেজার হয়ে কি করে ড্রেসিংরুমে প্রবেশ করেন? এছাড়া ড্রেসিংরুমের খবর ফাঁস করার পাশাপাশি দুই সিনিয়র ক্রিকেটার সহ অনেক ক্রিকেটার  অভিযোগ করেছেন তাদের বিরক্ত করার জন্য ভারতীয় দলের ক্রিকেটারদের আলোচনার মধ্যেও ঢুকে পড়তেন নিশান্ত। যেটা  দলের মধ্যে অবিশ্বাসের আবহাওয়াও তৈরি  করে দিয়েছিল। তাই চার সদস্যের COA প্যানেল দায়িত্ব নেওয়ার পর ১লা ফেব্রুয়ারী সিদ্ধান্ত নেন অনুরাগ ঠাকুর এবং অজয় শিরকের নিযুক্ত করা বোর্ডের সব আধিকারিকদের সরিয়ে দেবেন। সুযোগ পেয়েই ভাবনাকে বাস্তবে রূপ দিল COA  প্যানেল। নিশান্ত অরোরাকে অপসারিত করে তারা অন্য সবাইকে যেমন কড়া বার্তা দিলেন, তেমনি অনুরাগ অনুগামীদের ভবিষ্যত কি সেটা বুঝিয়ে দিলেন।