নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার মাধব আপ্তে। সোমবার সকালে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে মাধব আপ্তের টেস্ট অভিষেক হয়। ভারতীয় দলের হয়ে মোট ৭টি টেস্ট খেলেছেন তিনি। সাত টেস্টে তিনি করেন ৫৪২ রান। তাঁর ব্যাটিং গড় ৪৯.২৭। করেছেন তিনটি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পোর্ট অব স্পেনে ১৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১৯৪৮ সালে লেগ স্পিনার হিসেবে ক্রিকেট জীবনের শুরু। ১৯৫২ সালে ২০ বছর বয়সে প্রথম রঞ্জি ট্রফিতে খেলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৭ ম্যাচে ৩৩৩৬ রান করেছেন তিনি। ৬টি সেঞ্চুরি এবং ১৬টি হাফ-সেঞ্চুরি করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে।


আরও পড়ুন- টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ-সেঞ্চুরি! শোয়েব মালিককে ছুঁলেন ডেভিড মিলার


ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি ছিলেন তিনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রিয় ক্রিকেটার মাধব আপ্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বিসিসিআই।