টি-টোয়েন্টিতে ক্যাচের হাফ-সেঞ্চুরি! শোয়েব মালিককে ছুঁলেন ডেভিড মিলার

Sep 23, 2019, 16:49 PM IST
1/5

রবিবার বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে লং অনে হার্দিক পাণ্ডিয়ার ক্যাচ ধরেন ডেভিড মিলার।

2/5

পাণ্ডিয়ার ক্যাচ ধরতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাচের হাফসেঞ্চুরি করে ফেলেন মিলার।

3/5

৭২ ম্যাচে ৫০টি ক্যাচ নিয়ে নজির গড়লেন ডেভিড মিলার।

4/5

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফিল্ডার হিসেবে ৫০টি ক্যাচের নজির গড়লেন মিলার। বিশ্বের প্রথম ফিল্ডার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের শোয়েব মালির আগেই এই নজির গড়েছিলেন।

5/5

মিলার যেখানে ৭২ ম্যাচে ক্যাচের হাফ-সেঞ্চুরি করলেন, মালিক সেই নজির ১১১ ম্যাচে গড়েন। ৩৯ ম্যাচ কম খেলেই মাইলস্টোনে পৌঁছলেন মিলার।