COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: খারাপ সময় কাটতে চলেছে শ্রীসন্থের। ভারতীয় দলের প্রাক্তন পেসার শ্রীসন্থের ওপর থেকে আজীবনের 'ক্রিকেট নির্বাসন' তুলে নেওয়ার নির্দেশ দিল কেরল হাইকোর্ট।


প্রসঙ্গত, ২০১৩-র আইপিএল চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে শ্রীসন্থের বিরুদ্ধে। তার পরই তাঁকে আজীবন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তাঁর সঙ্গে নির্বাসিত হন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অজিত চাণ্ডিল ও অঙ্কিত চৌহানও। ক্রিকেটে ফিরতে চেয়ে এ বছর মার্চ মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে কেরল হাইকোর্টে আপিল করেন শ্রীসন্থ। সেই মামলায় আজ বিচারপতি মুহাম্মাদ মুস্তাক শ্রীসন্থের পক্ষেই রায় দেন। বিচারপতি আজ তাঁর রায়ে বলেন, "শ্রীসন্থের মতো এক প্রতিভাবান খেলোয়াড়কে নির্বাসন দেওয়ার পিছনে কোনও জোরাল প্রমাণ নেই"। আর বিচারপতির এই রায়েই নির্বাসনের ফাঁড়া কাটিয়ে ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন শ্রীসন্থ। আরও পড়ুন- শ্রীসন্থ চান ২০১৯ বিশ্বকাপে খেলতে, নির্বাসন তুলতে বোর্ডকে চিঠি কেরল ক্রিকেট সংস্থার