IPL 2024 Auction: এবার নিলামে `নতুন মুখ`! মরুদেশে মল্লিকার হাতে হাতুড়ি, কে এই ভারতীয়?
BCCI likely to replace seasoned auctioneer Hugh Edmeades with Mallika Sagar: হিউ এডমিডস এবার আর নিলাম পরিচালনা করছেন না। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন মল্লিকা সাগর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৯ ডিসেম্বর আইপিএল মিনি নিলাম (IPL 2024 Auction) অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) গত রবিবারই সমাজমাধ্যমে একথা জানিয়ে দিয়েছিল। এই প্রথম নিলামের আসর বসছে ভারতের বাইরে। যে কারণে এই ইভেন্ট ঐতিহাসিক। আরও একটি কারণে এই ইভেন্ট স্মরণীয় হতে চলেছে। জানা যাচ্ছে যে, এবার আর নিলামের সঞ্চালনা করছেন না অভিজ্ঞ হিউ এডমিডস (Hugh Edmeades)। হিউয়ের বদলে হাতুড়ি উঠছে ভারতীয় কন্য়ার হাতে। এবার নিলাম সঞ্চালিকার ভূমিকায় থাকছেন মল্লিকা সাগর (Mallika Sagar)। এই প্রথম আইপিএলের নিলামের দায়িত্বে থাকছেন কোনও মহিলা। আইপিএলের জন্মলগ্ন থেকে ২০১৮ পর্যন্ত রিচার্ড ম্য়াডলে (Richard Madley) আইপিএলের নিলাম সঞ্চালনা করেছেন। তারপর থেকে দায়িত্ব সামলান এডমিডস।
আরও পড়ুন: Sourav Ganguly: 'কোহলিকে অধিনায়কত্ব থেকে...!' মহারাজের মেগা আপডেটে ময়দানে মহাপ্রলয়
জানা যাচ্ছে, বিসিসিআই নাকি ইতিমধ্য়েই মল্লিকার নাম চূড়ান্ত করে এডমিডসকে জানিয়ে দিয়েছেন যে, তাঁর আর কোনও প্রয়োজন নেই। মল্লিকা নিলামের দুনিয়ায় একেবারেই নতুন মুখ নয়। তিনি এই কাজটাই করে আসছেন দীর্ঘদিন ধরে। এমনকী বিসিসিআই মল্লিকাকে উইমেন্স প্রিমিয়র লিগেও নিলাম সঞ্চালনার দায়িত্ব দিয়েছিল। গতবছর নিলাম পরিচালনা করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন এডমিডস। তাঁর পরিবর্তে স্ট্যান্ড-ইন নিলাম পরিচালনকারী হিসাবে দুরন্ত কাজ করে তাক লাগিয়ে দেন ধারাভাষ্যকার চারু শর্মা। তবে চারুর জন্য এই কাজ খুব একটা কঠিন বিষয় ছিল না। প্রো কাবাডি লিগের ডিরেক্টর ধারাভাষ্যকারের পাশাপাশিই দুরন্ত সঞ্চালক ও কুইজ মাস্টার।
গতবছর মেগা নিলামের আগে মিনি নিলাম হয়েছিল। নিলাম যুদ্ধে অংশ নেওয়ার জন্য় মোট ১১৬৬ জন খেলোয়াড়কে তালিকুভুক্ত করা হয়েছিল। চলতি বছর ৭৭টি স্লট ফাঁকা রয়েছে। যার মধ্যে বিদেশির সংখ্যা ৩০। ১০ ফ্র্যাঞ্চাইজি মিলিত ভাবে ২৬২.৯৫ কোটি টাকা খরচ করতে পারবে খেলোয়াড় কেনাবেচার জন্য়। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার তিন তারকা নিলামে অংশ নিচ্ছেন। তাঁরা-ট্র্যাভিস হেড, প্য়াট কামিন্স ও মিচেল স্টার্ক। এই তিনেরই বেস প্রাইজ ২ কোটি টাকা। বলাই বাহুল্য বেস প্রাইজের অনেক বেশি দামই পাবেন তাঁরা। সদ্য় শেষ হওয়া বিশ্বকাপে নিউ জিল্য়ান্ডের তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রকে নিয়ে দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে ধুন্ধুমার বাঁধবে তা এখনই বলা যায়। বিশ্বকাপে তিনি ৫৪৩ রান করে পাঁচ উইকেট নিয়েছিলেন ১০ ম্য়াচে।
গত ২৬ নভেম্বর ছিল আইপিএল দলগুলির কাছে ছিল রিটেনশনের তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। মানে ওই তারিখই দলগুলি জানিয়ে দিয়েছিল যে, তারা কাদের ধরে রাখল, কাদের ছেড়ে দিল। তবে ট্রেড উইন্ডো এখনও খোলা। ১২ ডিসেম্বর পর্যন্ত নগদ অর্থে এক দল থেকে অন্য় দলে খেলোয়াড় কেনাবেচা করা যাবে। এই উইন্ডোতেই মুম্বই ইন্ডিয়ান্স হার্দিক পাণ্ডিয়াকে গুজরাত টাইটান্স থেকে নিজেদের দলে নিয়েছে। আইপিএল ইতিহাসে এই প্রথম কোনও অধিনায়ককে ট্রেড করা হয়েছে।
আরও পড়ুন: Naveen-ul-Haq: মাত্র তিন শব্দে গলেছিল বরফ, কে প্রথম কাছে এসেছিল? জানালেন আফগানি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)