নিজস্ব প্রতিবেদন: আইপিএলের প্লে-অফ হতে চলেছে ইডেন গার্ডেন্সে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে পুণেতে কোনওমতেই প্লেঅফ হওয়া সম্ভব নয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাস্তায় দাঁড়িয়ে চিনাবাদাম বেচতেন, এখন লাখপতি ক্রিকেটার


কারণ কাবেরি আন্দোলনের জেরে ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের সব হোম ম্যাচ সরে গেছে পুণেতে। ফলে পুণেতে ম্যাচ শেষ হওয়ার পর গ্রাউন্ডস ব্র্যান্ডিং করে প্লেঅফ করা অসম্ভব। সেদিক থেকে ইডেনে করা সম্ভব। কারণ ইডেনে কেকেআরের শেষ ম্যাচ পনেরোই মে। এরপর গ্রাউন্ডস ব্র্যান্ডিং ও অন্যান্য কাজ করার জন্য সাতদিন সময় পাওয়া যাবে। তাই আইপিএল চোয়ারম্যান রাজীব শুক্লার ইচ্ছা ইডেনেই হোক প্লেঅফ। সিএবি কর্তারাও রাজি। তাই সব ঠিকঠাক চললে আইপিএলের প্লেঅফের খেলা দেখার সুযোগ পাবেন কলকাতার দর্শকরা।


আরও পড়ুন- 'বড় ছয়'-এ ৮ রান! ধোনির প্রস্তাবের পাল্টা দিলেল মিচেল ম্যাকক্লেনাঘান