ওয়েব ডেস্ক : লোধার প্রস্তাবিত পাঁচটি বিষয় মানবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার বোর্ডের বিশেষ সাধারন সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। লোধার  প্রস্তাবিত যে চারটি বিষয় বোর্ডের সভায় অনুমোদন পায়নি সেগুসো হল .. 'একটি  রাজ্যের একটি ভোট।'  তিন সদস্যের জাতীয় নির্বাচক কমিটি। গভর্নিং কাউন্সিলের সদস্য সংখ্যা এবং ক্রিকেট প্রশাসকদের বয়স আর মেয়াদের সীমা বেঁধে দেওয়া। এই বিষয়গুলো নিয়ে প্রথম থেকেই বিরোধিতায় সরব ছিলেন অমিতাভ চৌধুরীরা। তাই এই সভা থেকে নতুন কোন সূত্র বেড়িয়ে আসে নি বলে দাবি ভারতীয় ক্রিকেট মহলে।


আরও পড়ুন- দেশে ফিরতেই উষ্ণ অভিবাদন, আবেগ আপ্লুত ঝুলন-হরমনপ্রীত-মিথালিরা