ওয়েব ডেস্ক: বিসিসিআই-এর সংকটের মূহুর্তে ত্রাতার ভূমিকায় প্রয়াত সভাপতি জগমোহন ডালমিয়া? হ্যাঁ ঠিক তাই। আর্থিক ক্ষতি মেটাতে শেষপর্যন্ত জগমোহন ডালমিয়ার প্রস্তাবিত পথে হাঁটার সিদ্ধান্ত নিল বিসিসিআই। আইসিসির নয়া আর্থিক মডেলে বিপুল অঙ্কের টাকা ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। তা নিয়েই বোর্ডের এসজিএমে আলোচনা হয়। সেখানেই উঠে আসে ডালমিয়া ফর্মূলা। দুহাজার পনেরো সালে জগমোহন ডালমিয়া সভাপতি থাকাকালীন প্রস্তাব দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাঁকা উইন্ডোতে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ করার জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নারিনের দ্রুততম হাফ সেঞ্চুরিতে প্লে অফে কেকেআর


এই সিরিজ করতে পারলে বিসিসিআই মোটা অঙ্কের টাকা মুনাফা করতে পারবে। ফলে আইসিসির নয়া মডেলের ফলে বোর্ডের যে আর্থিক ক্ষতি হবে তাও পুষিয়ে যাবে। সংকটের সময় এই ফর্মূলা সব বোর্ড সদস্যেরই মনে ধরেছে। ফলে আগামিদিনে এই পথেই হাঁটতে চাইছে বিসিসিআই।


আরও পড়ুন  ন্যু ক্যাম্পে এমএসএন শো, বার্সেলোনার ত্রিফলার ফের এক মরশুমে গোলের সেঞ্চুরি