জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝুড়ি ঝুড়ি রান করেও টিম ইন্ডিয়া (Team India) সংসারে ব্রাত্য সরফররাজ খান (Sarfaraz Khan)। মুম্বইয়ের (Mumbai) মিডল অর্ডারের দিক থেকে জাতীয় নির্বাচক মণ্ডলী মুখ ফিরিয়ে নিতেই গর্জে উঠেছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তবে বিসিসিআই (BCCI) নিজেদের পক্ষে সরফররাজকে বাদ দেওয়ার যুক্তি খাড়া করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ফিটনেসের সমস্যা ও মাঠের বাইরে আচরণের জন্য সরফরাজকে ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) সুযোগ দেওয়া হয়নি। যদিও সরফরাজ কিন্তু নিজের হালে আছেন। জাতীয় দল থেকে বাদ যাওয়া সরফরাজ কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩৭টি রঞ্জি ট্রফির ম্যাচে তাঁর রান ৩৫০৫। গড় ৭৯.৬৫। স্ট্রাইক রেট ৭০.২১। সঙ্গে রয়েছে ১৩টি শররান ও ৯টি অর্ধ শতরান। সর্বোচ্চ ২০১৯-২০ মরসুমে উত্তর প্রদেশের বিরুদ্ধে ৩৯১ বলে অপরাজিত ৩০১ রান। সেই ইনিংসে মেরেছিলেন ৩০টি চার ও ৮টি ছক্কা। 


২০১৯-২০ মরসুমে সফরাজ ৯২৮ রান করেছিলেন। গড় ছিল ১৫৪। ২০২১-২২ মরসুমে তাঁর ব্যাট থেকে এসেছিল ৯৮২ রান। গড় ১২২.৭৫। গত মরসুমে মুম্বই রঞ্জি নক-আউটে কোয়ালিফাই না করলেও, ২০২২-২৩ মরসুমে ৫৫৬ রান করেছিলেন। তাঁর জায়গায় যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় সুযোগ পেয়েছেন, যাঁদের গড় সরফরাজের থেকে কম।


আরও পড়ুন: IND vs PAK, ICC ODI World Cup 2023: আহমেদাবাদেই 'মাদার অফ অল ব্যাটল'! সূচি ঘোষণা করতে চলেছে আইসিসি


আরও পড়ুন: Virat Kohli And Cheteshwar Pujara: পূজারা ও কোহলির গড় ২৯.৬৯! তাহলে বৈষম্য কেন? জবাব চাইলেন প্রাক্তন ওপেনার


কিন্তু এমন আগুনে ব্যাটিংয়ের পরেও কেন ব্রাত্য সরফরাজ? নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, "জাতীয় দলে ব্রাত্য থাকার পর কেউ রঞ্জিতে রান করলেই ক্ষোভ দেখিয়ে সেলিব্রেশন করে। সেটার মধ্যে ভুল কিছু নেই। কিন্তু সরফরাজের মধ্যে আচরণগত কিছু সমস্যা আছে। সেইজন্য বারবার ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নির্বাচক মণ্ডলী। বার বার তো এ ভাবে কাউকে প্রত্যাখ্যান করা যায় না। একাধিক কারণ রয়েছে ওকে না নেওয়ার।" 


এখানেই থেমে না থেকে সেই বোর্ড কর্তা ফের বলেন, "রঞ্জিতে মরসুমে ৯০০ রান করা ব্যাটারকে নেবে না, নির্বাচকেরা অতটাও বোকা নয়। প্রথমত, সরফরাজের ফিটনেস মোটেই আন্তর্জাতিক মানের নয়। ওকে কঠোর পরিশ্রম করে ওজন ঝরিয়ে অনেক রোগা এবং ফিট হতে হবে। তা হলেই দলে সুযোগ পাবে। দ্বিতীয়ত, মাঠে এবং মাঠের বাইরে ওর আচরণ খুব একটা ভালো নয়। কিছু কথা, কিছু ব্যবহার, কিছু ঘটনা নির্বাচকেরা লক্ষ করেছেন। ওকে আরও একটু শৃঙ্খলা দেখাতে হবে। আশা করি আগামী দিনে সরফরাজ এ বিষয়ে ও বাবা এবং কোচ নওশাদ খানের সঙ্গে আলোচনা করবে।" 


সূত্রের খবর গত রঞ্জি মরসুমে দিল্লির বিরুদ্ধে শতরান করার পর সরফরাজের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ম্যাচে হাজির ছিলেন প্রাক্তন প্রধান নির্বাচক চেতন শর্মা। শতরান করার পর সরফরাজ বিশ্রী অঙ্গভঙ্গি করেন। তিনি বিষয়টি ভালোভাবে নেননি। গত বছর রঞ্জি ফাইনালেও সরফরাজের একটি আচরণে বিতর্ক হয়। তৎকালীন মধ্যপ্রদেশের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গেও ঝামেলা হয়েছিল। সরফরাজের সেই আচরণ মুখ্য নির্বাচক মণ্ডলী মেনে নিতে পারেনি বলেই যুক্তি দিচ্ছে বোর্ড কর্তারা। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)